সারা দেশ যখন ঘৃণায় ফেটে পড়ছে দিল্লির (Delhi) নিজামুদ্দিনের ঘটনার বিরুদ্ধে, তাবলীগ জামাতের সদস্যরা এই করোনা কে জিহাদ এর রূপ দিতে ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রামে। অসমর্থিত সূত্রে পাওয়া খবরে জানা যাচ্ছে তাবলীগ জামাতের (Tabligh Jamaat) এই চাঁই গত কয়েকদিন ধরেই পলাতক থাকলেও হরিয়ানা তে তার লুকিয়ে থাকার সম্ভবনা প্রবল। পুলিশ বা গোয়েন্দা দের নজর সে এড়িয়ে খুব বেশি দিন পালাতে পারবে না বলেই বিশ্বস্ত সূত্রে খবর।
তবে রাজনীতির জঙ্গি যোগ নিয়ে নতুন করে শোরগোল পড়ে গেছে সুপ্রিম কোর্টের ভূতপূর্ব চিফ জাস্টিস শ্রী রঞ্জন গগৈ এর করা একটি টুইট বার্তায়। এই টুইট এ বর্তমান রাজ্যসভার এই সাংসদ আরোপ লাগিয়েছেন যে “খুব কম লোকই জানে যে কেজরিওয়াল প্রতি মাসে মাওলানা মোহাম্মদ শাদ কে প্রতি মাসে ভারতীয় মুদ্রায় ৪৪ হাজার টাকা অনুদান দেন”।
এত বড় একটি অভিযোগের পরে স্বভাবতই জাতীয় রাজনীতি নতুন করে উত্তপ্ত হতে শুরু করেছে। তবে কি দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামের ডাক দেওয়া কেজরিওয়াল (Kejriwal) নিজেই দুর্নীতি গ্রস্থ? উত্তর জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছে ভারত।