ধর্ষণে অভিযুক্ত আজমল লস্কর,আশিস দুবে নাম নিয়ে হিন্দু মেয়েদের বিশ্বাস অর্জন করত,জেরায় স্বীকার অভিযুক্তের

প্রত্যেকদিনই নানা রকমের অপরাধের তদন্ত করে থাকেন পুলিশ আধিকারিকেরা |কিন্তু মহারাষ্ট্রের খারের এই ঘটনার তদন্তে নেমে অদ্ভুত এক সত্যের সম্মুখীন হন তারা ‌| একসঙ্গে এক মহিলা ও এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগে গ্রেফতার করা হয়েছিল আশিস দুবে নামে জনৈক এক যুবককে | ১২ই জানুয়ারি রবিবার খারে পুলিশ স্টেশনের আধিকারিকেরা তাকে গ্রেফতার করে জেরা করা শুরু করলে সেই আশিস দুবে হয়ে যায় আজমল হুসেন লস্কর |

যে সত্য আদালতে গিয়ে স্বীকার করে ২৬বছরের সেই যুবক | ১৭ই জানুয়ারি পর্যন্ত তাকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে | হিন্দু মেয়েদের সঙ্গে বন্ধুত্ব করতে তাদের বিশ্বাস অর্জন করতেই সে নাম ভাড়িয়েছিল বলে জেরায় উঠে এসছে | তদন্তে নেমে পুলিশ জানতে পারেন যে মুম্বইয়ের একটি পার্টিতে অভিযুক্ত যুবকের সঙ্গে পরিচয় হয় ওই মহিলা ও মেয়েটির | বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস করে তারা | সেই সময়ের বেশ কিছু ঘনিষ্ঠ অবস্থার ভিডিও করে রাখে ওই যুবক | ওই মহিলার ভাইজিকে আপত্তিকর ভিডিও দেখিয়ে শারীরিক সম্পর্ক স্থাপনে জোর করতে থাকে |

অরাজি হলে তার আত্মীয় মহিলার ভিডিওটি ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়ে ওই টিনেজার মেয়েটিকেও ধর্ষণ করে | ঘটনাটি পরিবারের চোখে পড়ে যখন ওই মেয়েটি ধর্ষণের ফলে গর্ভবতী হয়ে পড়ে | ওই মহিলা বাঙ্গুর নগর থানায় অভিযুক্ত আশিস ওরফে আজমলের নামে লিখিত অভিযোগ করে | তারই ভিত্তিতে আশিষ ওরফে আজমলকে গ্রেফতার করে পুলিশ | অভিযুক্তের বিরুদ্ধে ধর্ষণ ও পকসো আইনে পৃথক পৃথক মামলা রুজু করা হয়েছে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.