বিজেপি বিধায়ক খুনে সিবিআই তদন্তের দাবি জানালেন অধীর চৌধুরী

বিজেপি (BJP) বিধায়ক খুনের ঘটনায় সিবিআই (CBI) তদন্তের দাবি জানালেন কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর চৌধুরী (Congress)। সোমবার দিল্লি থেকে এক লিখিত বিবৃতি প্রকাশ করে এই দাবি করেন তিনি। অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) বলেছেন, “হেমতাবাদের বিধায়ক দেবেন্দ্র বাবুর মৃত্যু এবং তার রাজনৈতিক ব্যাখ্যা যাই হোক না কেন, একটা বিষয় পরিষ্কার হচ্ছে, যে তার মৃত্যুর পেছনে আরও রহস্য লুকিয়ে আছে।” এরপরেই তিনি বলেছেন, “আমি এই ভদ্রলোকের নির্বাচনী প্রচারে গেছিলাম, একজন ‘রানিং এমএলএ’-র এই ভাবে হঠাৎ আত্মহত্যা মানতে পারছিনা। রাজ্য সরকার নিরপেক্ষ তদন্ত করাতে সচেষ্ট হোক, হয় সিটিং জজ, অথবা সিবিআই এটা আত্মহত্যা না খুন তার তদন্ত করুক।”

প্রসঙ্গত, ২০১৬ সালে বাম-কংগ্রেসের জোটে হেমতাবাদে সিপিএমের প্রতীকে প্রার্থী হন দেবেন্দ্রনাথ রায়। কিন্তু, গত বছর লোকসভা ভোটের পর ২৮ মে দিল্লিতে গিয়ে মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগদান করেন। তারপর থেকেই আর বিধানসভার কোনও অধিবেশন যোগ দিতে আসেননি তিনি। এদিন সকালে তাঁর মৃত্যু সংবাদে শোরগোল পড়ে যায় পশ্চিমবঙ্গের রাজনীতিতে। বিজেপি অভিযোগ করেছেন, তাঁর মৃত্যুতে হাত রয়েছে বাংলার শাসকদলের। উত্তর দিনাজপুর জেলা বিজেপি নেতৃত্ব বিধায়কের খুনের অভিযোগ এনে মঙ্গলবার জেলায় বন্ধের ডাক দিয়েছে। সঙ্গে সিবিআই তদন্তের দাবি করেছে। বহরমপুরের সাংসদ ও প্রায় একই সুরে সিবিআই তদন্তের দাবি করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.