“বদলা নয়, বদল চাই বলেছিলেন। ভুলে গেলেন দিদিভাই!” এভাবেই বিজেপি (BJP) নেতা মণীশ শুক্লার খুনের ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) নিশানা করে তীব্র আক্রমণ শানালেন বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী (Adhir Chowdhry)। রবিবার রাতে থানার কাছেই নৃশংস কায়দায় গুলি করে খুন করা হয় মনীশ শুক্লাকে (Manish Shukla)। তিনি বলেন, “বাংলায় রাজনৈতিক খুন বন্ধ হোক। বিরোধী মানে প্রতিপক্ষ। শত্রু নয়।” তিনি আরও বলেন, “বদলা নয়, বদল চাই বলেছিলেন। ভুলে গেলেন দিদিভাই! বাংলায় আইনশৃঙ্খলা বলে কিছু নেই। এখানে ডেমোক্রেসির বদলে মমতাক্রেসি চলছে। যার আরএক নাম অটোক্রেসি।”
লোকসভায় কংগ্রেসের (Congress) দলনেতা বলেছেন, “থানার সামনে বিজেপি নেতার খুন নিয়ে অনেক প্রশ্ন উঠছে এবং উঠবে। দিদি, আপনি চাইলে খুনি ধরা পড়বে আর না চাইলে গ্রেফতার হয়তো হবে কিন্তু প্রকৃত খুনি ধরা পড়বে না। সিআইডি, পুলিশ কারও ক্ষমতা নেই আপনার কথার বাইরে গিয়ে তদন্ত করার। দিদির দালালরা আজ হ্যাঁ কে না করতে বাজারে নেমে গেছেন!” মনীশ শুক্লা খুনের ঘটনায় সোমবার গভীর রাতে জানা গিয়েছে খুররম নামের এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আটক করা হয়েছে এক শার্প শ্যুটারকেও। আরও জানা গিয়েছে, খুররমের সঙ্গে মণীশের দীর্ঘদিনের সংঘাত ছিল।