রাস্তায় মানুষের ভিড়ে বিজেপির সঙ্গে পাল্লা দেওয়া মুশকিল হলেও, সোশ্যাল মিডিয়ার প্রচারে খরচের নিরীখে বিজেপিকে পিছনে ফেলে দিল আম আদমি পার্টি | ফেসবুকে নিজেদের দলের প্রচার ও পাঁচ বছর সময়ে দিল্লির বুকে উন্নয়নের খতিয়ান সহ একাধিক বিজ্ঞাপন গত একমাসের মধ্যে ফেসবুক পেজে আপলোড করেছেন অরবিন্দ কেজরিয়াল |
আর তার জন্য খরচের অঙ্কটা একমাসে প্রায় ৪২লক্ষ টাকার মত | খানিক দূরেই রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের দিল্লি শাখা | তাদের খরচের পরিমাণ প্রায় অর্ধেক কেজরির দলের থেকে| খরচের পরিমাণ ১৯লক্ষ টাকার কিছু বেশি |
তৃতীয় স্থানে থাকা বিজেপির বিজ্ঞাপন খাতে বিধানসভা নির্বাচনের জন্য খরচ ১৪লক্ষের কাছাকাছি | এর পাশাপাশি ফ্যানেদের তৈরি ফেসবুক পেজেও বিজ্ঞাপনের নিরীখে এগিয়ে আম আদমি পার্টি | তার মধ্যেও দিল্লির মুখ্যমন্ত্রীকে নিয়ে তৈরি ‘লাগে রাহো কেজরিয়ালের’ বিজ্ঞাপন থেকে আয় সবচেয়ে বেশি বলে এক সমীক্ষায় প্রকাশ |
যদিও পেজ সংখ্যার নিরীখে বিজেপি পিছনে ফেলেছে আপকে | তাদের ফ্যান পেজের সংখ্যা ১০ যেখানে কেজরির সমর্থনে নটি পেজ রয়েছে | আর কংগ্রেসের রয়েছে দুটি | পেজের সংখ্যাতে বাড়লেও আবারও সেখানে বিজ্ঞাপনের নিরীখে এগিয়ে কেজরিই |
প্রতিটি পেজ মিলিয়ে এক মাসে বিজ্ঞাপন দেওয়া হয়েছে ৭১লাখ টাকার আর বিজেপির ক্ষেত্রে অঙ্কটা ৪২লাখ বলে সেই সমীক্ষায় প্রকাশ | দিল্লি নির্বাচনের তারিখ যতই এগোচ্ছে ততই তীব্র হচ্ছে বিজেপি ও আপের মধ্যে নেতাদের বাকযুদ্ধ |
মুখ্যমন্ত্রী কেজরিকে জঙ্গী তকমা দেওয়ায় বিজেপি নেতাদের একহাত নিয়েছেন আপের সাংসদ ও স্বয়ং বিদায়ী মুখ্যমন্ত্রী নিজেই | এই পরিস্থিতিতে প্রতিদিনই একটু একটু করে বাড়ছে দিল্লিবাসীর সোশ্যাল মিডিয়া উপর নজর | তবে বিজ্ঞাপনের হার যাই হোক না কেন শেষ হাসি কে হাসবে তা অবশ্য বলবে সময় |