দিল্লির নির্বাচনে সোশ্যাল মিডিয়াতেও যুযুধান শিবিরের লড়াই,বিজ্ঞাপনী খরচে বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে আপ

রাস্তায় মানুষের ভিড়ে বিজেপির সঙ্গে পাল্লা দেওয়া মুশকিল হলেও, সোশ্যাল মিডিয়ার প্রচারে খরচের নিরীখে বিজেপিকে পিছনে ফেলে দিল আম আদমি পার্টি | ফেসবুকে নিজেদের দলের প্রচার ও পাঁচ বছর সময়ে দিল্লির বুকে উন্নয়নের খতিয়ান সহ একাধিক বিজ্ঞাপন গত একমাসের মধ্যে ফেসবুক পেজে আপলোড করেছেন অরবিন্দ কেজরিয়াল |

আর তার জন্য খরচের অঙ্কটা একমাসে প্রায় ৪২লক্ষ টাকার মত | খানিক দূরেই রয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের দিল্লি শাখা | তাদের খরচের পরিমাণ প্রায় অর্ধেক কেজরির দলের থেকে| খরচের পরিমাণ ১৯লক্ষ টাকার কিছু বেশি |

তৃতীয় স্থানে থাকা বিজেপির বিজ্ঞাপন খাতে বিধানসভা নির্বাচনের জন্য খরচ ১৪লক্ষের কাছাকাছি | এর পাশাপাশি ফ্যানেদের তৈরি ফেসবুক পেজেও বিজ্ঞাপনের নিরীখে এগিয়ে আম আদমি পার্টি | তার মধ্যেও দিল্লির মুখ্যমন্ত্রীকে নিয়ে তৈরি ‘লাগে রাহো কেজরিয়ালের’ বিজ্ঞাপন থেকে আয় সবচেয়ে বেশি বলে এক সমীক্ষায় প্রকাশ |

যদিও পেজ সংখ্যার নিরীখে বিজেপি পিছনে ফেলেছে আপকে | তাদের ফ্যান পেজের সংখ্যা ১০ যেখানে কেজরির সমর্থনে নটি পেজ রয়েছে | আর কংগ্রেসের রয়েছে দুটি | পেজের সংখ্যাতে বাড়লেও আবারও সেখানে বিজ্ঞাপনের নিরীখে এগিয়ে কেজরিই |

প্রতিটি পেজ মিলিয়ে এক মাসে বিজ্ঞাপন দেওয়া হয়েছে ৭১লাখ টাকার আর বিজেপির ক্ষেত্রে অঙ্কটা ৪২লাখ বলে সেই সমীক্ষায় প্রকাশ | দিল্লি নির্বাচনের তারিখ যতই এগোচ্ছে ততই তীব্র হচ্ছে বিজেপি ও আপের মধ্যে নেতাদের বাকযুদ্ধ |

মুখ্যমন্ত্রী কেজরিকে জঙ্গী তকমা দেওয়ায় বিজেপি নেতাদের একহাত নিয়েছেন আপের সাংসদ ও স্বয়ং বিদায়ী মুখ্যমন্ত্রী নিজেই | এই পরিস্থিতিতে প্রতিদিনই একটু একটু করে বাড়ছে দিল্লিবাসীর সোশ্যাল মিডিয়া উপর নজর | তবে বিজ্ঞাপনের হার যাই হোক না কেন শেষ হাসি কে হাসবে তা অবশ্য বলবে সময় |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.