তুষারধস ফের কেড়ে নিল প্রাণ| জম্মু ও কাশ্মীরের পৃথক স্থানে তুষারধসে প্রাণ হারালেন ৩ জন সেনা জওয়ান এবং ৫ জন সাধারণ নাগরিক| মঙ্গলবার জম্মু ও কাশ্মীর পুলিশ এবং প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা বরাবর মাছিল সেক্টরে ভারতীয় সেনবাহিনীর ছাউনিতে তুষারধস নামে| বরফের নীচে চাপা পড়ে প্রাণ হারিয়েছেন ৩ জন সেনা জওয়ান| এছাড়াও একজন সেনা জওয়ানের কোনও খোঁজ পাওয়া যায়নি| তুষারধসের নীচে চাপা পড়েছিলেন ৫ জন জওয়ান| প্রাণে বাঁচানো সম্ভব হয়েছে একজন সেনা জওয়ানকে| তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে|
এছাড়াও সোমবার রাত ৮.৩০ মিনিট নাগাদ জম্মু ও কাশ্মীরের নৌগাম সেক্টরে নিয়ন্ত্রণরেখার কাছে তুষারধস নামে| মোতায়েন ছিলেন ৭ জন বিএসএফ জওয়ান| তত্ক্ষণাত্ শুরু হয় উদ্ধারকাজ, প্রাণে বাঁচানো সম্ভব হয়েছে ৬ জন জওয়ানকে| তবে, একজনকে উদ্ধার করা সম্ভব হয়নি| বিএসএফ সূত্রের খবর, ওই জওয়ানের খোঁজ চলছে|
অপর তুষারধসের ঘটনা ঘটেছে জম্মু ও কাশ্মীরের গান্ডেরবাল জেলার গগনগীর এলাকায়| সোমবার রাতে গগনগীর এলাকায় একটি গ্রামে তুষারধস নামে| সেই সময় হেঁটে যাচ্ছিলেন ৫ জন সাধারণ নাগরিক| বরফের নীচে চাপা পড়ে ৫ জনের মৃত্যু হয়েছে| মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে| এসএসপি গান্ডেরবাল কে এম পোসওয়াল জানিয়েছেন, ‘প্রথমে তুষারধস নামে কোলানের কাছে রাইসনে, ১২ জনকে উদ্ধার করা হয়| এরপর কোলানের খাউসের কাছে ধস নামে, ৫ জনের মৃত্যু হয়েছে| সারারাত উদ্ধারকাজ চালানোর পর ৪ জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে|’
2020-01-14