টানা নয়দিনের মাথায়, শুক্রবার সকাল ৯.০০ (নয়)-টা থেকে অসমে মোবাইল ইন্টারনেট সার্ভিস চালু হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতির যাতে অধিক অবনতি না ঘটে সে জন্য গত ১১ ডিসেম্বর রাত সাতটা থেকে রাজ্যে মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছিল অসম সরকার।
ইন্টারনেট পরিষেবা চালু করার আর্জি জানিয়ে কয়েকটি জনস্বার্থ আবেদনের ভিত্তিতে গতকাল গুয়াহাটি উচ্চ আদালত এদিন (বৃহস্পতিবার) সন্ধ্যা ৫.০০ (পাঁচ)-টা থেকে অসমে মোবাইল ইন্টারনেট সার্ভিস চালু করার নির্দেশ দিয়েছিল। প্রায় দু-ঘণ্টার শুনানি শেষে রাজ্যের মুখ্যসচিবকে মোবাইল ইন্টারনেট সার্ভিস চালু করতে বলা হয়েছিল। বৃহস্পতিবার জনস্বার্থ আবেদনের শুনানি শেষে রাজ্য সরকারকে রাজ্যে চলমান হিংসাজনিত আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে বিশদে জানতে চেয়েছিল আদালত। রাজ্য সরকার যথারীতি এ ব্যাপারে এক হলফনামা দাখিল করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করা দরকার হয়ে পড়েছিল বলে জানিয়েছিল।
এদিন আদালতের নিৰ্দেশ পেয়ে সঙ্গে সঙ্গে বিষয়টির ওপর পুনর্বিবেচনার আবেদন জানিয়েছিল রাজ্য সরকার। পাশাপাশি রাজ্যের গৃহ দফতরের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্ৰী সৰ্বানন্দ সনোয়ালের সঙ্গে বিভাগীয় শীৰ্ষ আধিকারিকরা বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে বসেন। ইন্টারনেট পরিষেবা চালু করা যায় কিনা তা নিয়ে বিস্তর আলোচনা হয় বৈঠকে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজ সকাল নয়টার পর রাজ্যে মোবাইল ইন্টারনেট সার্ভিস চালু করা হয়। ফলে স্বস্তি পেয়েছে নাগরিক সমাজ।
প্রসঙ্গত, নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে সংগঠিত হিংসার পরিপ্রেক্ষিতে প্রথমে গত ১১ ডিসেম্বর রাত সাতটা থেকে ব্রহ্মপুত্র উপত্যকা এবং পরবর্তীতে বরাক উপত্যকায় মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করেছিল সরকার। ইন্টারনেট সার্ভিস বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ নাগরিককুল ছাড়াও বেজায় ক্ষতির সম্মুখীন হয়েছিলেন অনলাইন ব্যবসায়ীরা।
2019-12-20