অযোধ্যায় রাম মন্দির তৈরীর জন্য কাজ শুরু করে দিলো মোদী সরকার। সুপ্রিম কোর্ট রায় দেওয়ার সময় বলে দিয়েছে তিন থেকে চার মাসের মধ্যে মন্দির তৈরীর জন্য একটি ট্রাস্ট গঠন করতে হবে কেন্দ্র সরকারকে। এবার সেই ট্রাস্ট গঠনের প্রক্রিয়া শুরু করল সরকার।
জানা গেছে ট্রাস্ট গঠন করার ব্যাপারে আইনি দিক গুলো খতিয়ে দেখার কাজ চলছে। ইতিমধ্যেই এটা নিয়ে অ্যাটর্নি জেনারেল এবং আইন মন্ত্রকের সঙ্গে কথা বলা হয়েছে। আধিকারিকদের একটি টিম গঠন করে এর দায়িত্ব বন্টন করা হয়েছে।
প্রসঙ্গত উল্লেখ্য, অযোধ্যার বিতর্কিত জমিতে এবার তৈরি হতে চলেছে রাম মন্দির। গত শনিবার এই রায় দিয়েছেন দেশের শীর্ষ আদালত। একইসঙ্গে অযোধ্যার মধ্যেই মসজিদ তৈরীর জন্য পাঁচ একর জমি দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এদিকে বিতর্কিত জমিতে মন্দির তৈরীর জন্য কেন্দ্রকে ট্রাস্ট গঠনের নির্দেশ দিয়েছে। বাবরি মসজিদের মূল কাঠামোর অংশও তার বাইরের জায়গাটিকে রাম চবুতরা ও সীতা রসৌই বলা হয়। সেই অংশটিও ট্রাস্টের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এটি ছাড়াও বাকি অংশ কাদের হাতে তুলে দেওয়া হবে তা ঠিক করবে সরকার।