মহারাষ্ট্রে উপমুখ্যমন্ত্রী পদ নিয়ে জাতীয়তাবাদী কংগ্রেস দলে হৈ চৈ শুরু হয়েছে। এনসিপি- পক্ষ থেকে যখন রাজ্য সভাপতি জয়ন্ত প্যাটেলকে মন্ত্রী করার নির্দেশ দিয়েছিল, তখন থেকেই অজিত পওয়ার ‘নট রিচেবেল’ হয়ে উঠেছেন। অজিত পওয়ারের অনুরাগীরা তাঁর বাসভবনের সামনে জড়ো হয়ে তাঁকে উপ-মুখ্যমন্ত্রী করার দাবি তুলেছেন। তবে এনসিপি সূত্রে জানা গিয়েছে, অজিত পওয়ার সাংসদ সুপ্রিয়া সুলের সঙ্গে যোগাযোগ রেখেছেন এবং বিকেল ৫ টায় শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।
শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত বলেন, উপ-মুখ্যমন্ত্রী পদটি এনসিপির জন্য সংরক্ষিত, তাই এই পদে কাকে নির্বাচিত করা হবে সে বিষয়ে দলের সুপ্রিমো শরদ পওয়ার সিদ্ধান্ত নেবেন। রাউত আরও বলেন, এটি খুব বড় সমস্যা নয়। শরদ পওয়ার এটি নির্ণয় করবেন। প্রাক্তন মন্ত্রী ছাগন ভূজওয়াল জানান, এখন পর্যন্ত দলীয় বৈঠকে কাকে উপ- মুখ্যমন্ত্রী করা হবে, তার সিদ্ধান্ত হয়নি, তাই এই আলোচনা অর্থহীন।
2019-11-28