মাটি হতে পারে বড়দিনের উৎসব (X-Mas)। বৃষ্টির সম্ভাবনা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। বুধবার বিশ্বজুড়ে পালিত হতে চলেছে প্রভু যীশুর জন্মদিন। কিন্তু এবছর সেই বড়দিন কার্যত মাটি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে অন্তত এই রাজ্যে। কারন বৃষ্টি। যে পূর্বাভাস দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর সেটাই কার্যত সত্যি হতে চলেছে। কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের প্রায় সব কটি জেলাতেই বুধবার বারিধারার সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা কোথাও বা মাঝারি।
গত ২-৩ দিন আগেই ঠান্ডায় বেশ কাবু হয়ে পড়েছিল বাংলা। সেই পরিস্থিতি কিন্তু এখন আর নেই। কারন সাগর থেকে বাংলার পরিমন্ডলে ঢুকছে জলীয় বাস্প। তার জেরেই এদিন দক্ষিন বাংলার জেলাগুলিতে বেড়েছে তাপমাত্রা। কলকাতায় মঙ্গলবার তাপমাত্রা বেড়েছে তিন ডিগ্রি। এদিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা পরিবর্তিত না হলেও সর্বোচ্চ তাপমাত্রার পারা ছুঁয়েছে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ডিগ্রি বেশি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা ১১ থেকে ১৪ ডিগ্রির মধ্যেই রয়েছে। কাজেই কনকনে ঠান্ডার ভাব দক্ষিণের জেলাগুলিতে নেই। বড়দিনেও সেই রকমই তাপমাত্রা থাকবে সেখানে। তবে বৃষ্টি না হয়ে যদি আকাশ মেঘলা থাকে তাহলে পারা আরও চড়বে।
এদিন আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণবঙ্গে এই পরিস্থিতির পরিবর্তন ঘটবে শুক্রবার থেকে।