আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের সংযুক্তিকরণের সময়সীমা বাড়াল কেন্দ্র। আজ মঙ্গলবার আধার ও প্যান কার্ডের সংযুক্তিকরণের শেষ দিন ছিল। তবে তা বাড়িয়ে ৩১ মার্চ পর্যন্ত করা হয়েছে।
সোমবার আয়কর দফতর থেকে এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, আয়কর আইন ১৯৬১-এর অন্তর্গত ১৩৯ এ ধারার ২ নম্বর উপধারার ভিত্তিতে এই ঘোষণা করল আয়কর বিভাগ। পাশাপাশি দেশের সমস্ত মানুষকে অবগত করতে তাঁরা টুইটও করেও জানিয়েছে। তবে ওই সময়সীমার মধ্যে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড যোগ না করলে আয়কর আইন অনুসারে প্যান কার্ড বাতিল হয়ে যেতে পারে।
উল্লেখ্য, এর আগে সেপ্টেম্বরের ৩০ তারিখ অবধি আধার ও প্যান কার্ডের সংযুক্তিকরণের শেষ দিন ছিল। ওই দিনের মধ্যে এই কাজ অসম্পূর্ণ থাকায় তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়। কিন্তু এতেও দেখা যাচ্ছে দেশের অনেক প্যান কার্ড ব্যবহারকারী আধার যোগ করেননি। এই অবস্থায় নতুন দিন ধার্য করল আয়কর দফতর।