প্রয়াত হলেন বর্ষীয়ান আরএসপি (RSP) নেতা ক্ষিতি গোস্বামী (Kshiti Goswami)। রবিবার ভোরে চেন্নাইয়ের এক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। বর্তমানে তিনি ছিলেন আরএসপি রাজ্য সম্পাদক। পশ্চিমবঙ্গের বাম রাজনীতিতে ক্ষিতি গোস্বামী ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি।
সম্প্রতি তাঁকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছিল চেন্নাইয়ের এক হাসপাতালে। সেখানে অস্ত্রপ্রচার হয়েছিল তাঁর। সূত্রের খবর, ভালই হয়ে উঠেছিলেন তিনি। আচমকাই শনিবার আবারও অসুস্থ হয়ে পড়েন ক্ষিতি। এদিন ভোরে শেষ রক্ষা করতে পারেননি চিকিৎসকরা। তাঁর মৃত্যুতে রাজ্যের বাম রাজনীতিতে এক শূন্যতা তৈরি হল বলেই মনে করছে রাজনৈতিক মহল।
বামফ্রন্ট সরকারে সুদীর্ঘ সময় রাজ্যের পূর্ত দপ্তরের দায়িত্ব ছিল তাঁর কাঁধে। ঢাকুরিয়া কেন্দ্র থেকে জিতে একাধিকবার বিধায়ক হয়েছিলেন তিনি। বামফ্রন্টের শরিক হয়েও বড় শরিক সিপিএমের বিরুদ্ধে কথা বলতে কখনো পিছপা হননি তিনি। সেই কারণে বামফ্রন্টের মধ্যেই তাঁকে নিয়েছিল অভ্যন্তরীণ দ্বন্দ্ব। ২০০৬-১১ সালে রাজ্যের পূর্তমন্ত্রী হয়েও মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের তীব্র সমালোচক ছিলেন তিনি। এমনকি প্রকাশ্যেই তাঁর সিঙ্গুর-নন্দীগ্রামের শিল্পনীতি নিয়ে সমালোচনা করে সিপিএমের রোষানলে পড়ে ছিলেন তিনি। এই স্পষ্ট বক্তার প্রয়াণে বাম রাজনীতির একটি অধ্যায়ের সমাপ্তি ঘটল।