লড়াকু রোবট বাহিনী এবার যুক্ত হচ্ছে ভারতীয় সেনায়। সেনাবাহিনী তরফে জানানো হয়েছে সীমান্তে নিয়ন্ত্রণরেখায় ওপারে আধুনিক অস্ত্র নিয়ে নিত্যদিন অনুপ্রবেশের চেষ্টা চালিয়ে যাচ্ছে পাক জঙ্গিরা। তাই সেখানে সুরক্ষার প্রাচীর গড়ে তুলতে এবার অত্যাধুনিক প্রযুক্তিতে গড়া রোবট সেনা নামাবে ভারত।
সীমান্তে নজরদারি চালাবে এই রোবট সেনা। এমনকি দ্রুতগতিতে গাছে উঠে গিয়েওউ চালাবে নজরদারি।গ্রেনেড হামলার মুখে বুক চিতিয়ে লড়বে। তুলে আনবে ছবি।
প্রাথমিকভাবে সাড়ে পাঁচশোটি রোবট ভারতীয় সেনার হাতে এসে পৌঁছেছে। প্রতিটি রোবটের কর্মদক্ষতা অন্তত ২৫ বছর।
ভারতীয় সেনার এক আধিকারিক সূত্রে খবর, ঠিক সেনাবাহিনীতে একজন জওয়ানকে যেভাবে প্রশিক্ষণ দেওয়া হয়, তেমনই রোবট বাহিনীকে প্রশিক্ষিত করে তুলতে সিস্টেমে কোড তৈরি করা হবে।
এরা যেমন দ্রুত সিঁড়ি ভেঙ্গে উপরে উঠবে তেমনি গাছেও চড়বে, চিহ্নিত করবে গ্রেনেড। জলে নামতে পারবে। আগ্নেয়াস্ত্র দিয়ে এই রোবট সেনাকে কাবু করা যাবে না। বাধার প্রাচীর গুঁড়িয়ে এগিয়ে যাবে এই রোবট সেনা।
এখন মূলত জম্মু-কাশ্মীরের সীমান্তবর্তী অঞ্চলে এই রোবট সেনা ব্যবহার করার কথা ভাবছে সেনাবাহিনী। এই রোবট বাহিনীতে থাকবে উচ্চক্ষমতাসম্পন্ন ট্রান্সমিটার ও ক্যামেরা। যেকোনো বিপদসংকুল এলাকার ছবি ও তথ্য জোগাড় করে আনবে রবোট। এই পথে কোথাও বিস্ফোরক লুকিয়ে রাখা আছে কিনা তারও খবর দেবে ভারতের এই রোবট সেনা।