শুক্রবারের পর শনিবারো অব্যাহত বিক্ষোভ | পাকিস্তানের নানকানা সাহিব প্রদেশের গুরু নানকজির জন্মস্থানের তৈরি হওয়া গুরুদ্বারার মূল ফটক আটকে একদল উন্মত্ত কট্টরপন্থী মুসলমান চেঁচিয়ে শাসাচ্ছেন পাকিস্তানের শিখ সম্প্রদায়ের মানুষকে | কি বলছেন ? বলছেন,আমি যদি সাচ্চা মুসলমান হই,তবে এই জায়গার নাম আমি বদলে দেব |
নানকানা সাহিব নয়,নতুন নাম হবে গুলাম-এ-মুস্তাফা | আর কোন গুরুদ্বারা এখানে থাকবে না | মসজিদ হবে এখানে | তাতে আমার প্রাণ গেলেও ভালো | ওই জমায়েতে তার আশপাশে দেখা যাচ্ছে খুদে বিক্ষুব্ধদেরও | সোশ্যাল ভাইরাল হওয়া এই ছবি দেখে আঁতকে উঠছেন ভারত ও বিস্তীর্ণ প্রান্তের শিখ সম্প্রদায়ের মানুষ | একমাত্র পাকিস্তানের প্রশাসন ছাড়া |
তাদের পুলিশ ও প্রশাসনের কোন হেলদোল নেই | উত্তেজনা প্রশমনের পথে তারা হাঁটেননি | কর্ণপাত করেননি ভারতের বিদেশ মন্ত্রকের থেকে দেওয়া বিবৃতিতেও | শুক্রবার এই ঘটনা জানার পরই বিদেশ মন্ত্রক এই ঘটনার তীব্র নিন্দা করে অবিলম্বে পাকিস্তান সরকারের হস্তক্ষেপ দাবি করে |
কিন্তু শনিবার মুসলিম বিক্ষোভকারীদের শাসানির তীব্রতা বাড়লেও কোন পদক্ষেপ করেনি পুলিশ বা প্রশাসন | ফলে বিজেপি দিল্লিতে পাকিস্তান হাইকমিশনার কার্যালয়ের সামনে একটি বিক্ষোভ সংঘটিত করতে চলেছেন | আশা তাতে যদি পাকিস্তান প্রশাসনের হুঁশ ফেরে |
প্রসঙ্গত, শুক্রবার ওই একই জায়গার আরেকটি ভিডিও ভাইরাল হয়েছিল| যেখানে প্রকাশ্যে এই ব্যক্তিকে বলতে শওনা যায়,পাকিস্তানে একজন শিখকেও থাকতে দেব না | আমি আসছি |অবশ্য মোদি বিরোধীতায় সরব বামেদের এখনও এই নিয়ে কোনো প্রতিবাদ চোখে পড়েনি |পাকিস্তানে সংখ্যালঘু সম্প্র্দায়ের অস্তিত্ব রক্ষার এই চরম পরিণতি দেখার পরও |