নেটফ্লিক্সে সাম্প্রতি মুক্তি পেয়েছে ‘দ্য ফার্স্ট টেম্পটেশন অফ ক্রাইষ্ট’। যিশু খ্রীষ্টকে সেখানে দেখানো হয়েছে এক সমকামীরূপে। আর তা নিয়েই এবার বিতর্ক ছড়িয়েছে গোটা বিশ্বের খ্রীষ্টান ধর্মাবলম্বী কট্টরপন্থীদের মধ্যে। নেটফ্লিক্সের বিরুদ্ধে অনলাইন পিটিশনও দাখিল হয়েছে এই ঘটনা নিয়ে ।
এবার সেই ঘটনা নিয়েই মুখ খুললেন প্রখ্যাত লেখিকা তসলিমা নাসরিন। প্রায় কুড়ি লক্ষের উপর খ্রীষ্ট ধর্মাবলম্বী কেন নেটফ্লিক্সের সিরিজটির বিরুদ্ধে মুখ খুললেন, তা নিয়ে প্রশ্ন তুলে তিনি টুইট করেন ।
তাঁর বক্তব্য এটি একটি সাধারণ কমেডিমাত্র। খৃষ্ট ধর্মাবলম্বীরা তাহলে কি অন্য কোনো ধর্মের কট্টরবাদী মতাদর্শের মত হয়ে যাচ্ছেন দিনদিন , এমনটাও বলেন তিনি। পৃথিবীর সকলকে মতপ্রকাশের স্বাধীনতাকে সম্মান করা উচিত বলেও তিনি টুইটারে মন্তব্য করেন ।