মুম্বই পুলিশ খুঁজে বের করার আগেই নিজে থেকেই একটি পোস্ট করে ফ্রি কাশ্মীর প্ল্যাকার্ডধার সেই মেয়ে | যাকে গেট ওফ ইন্ডিয়ায় দেখার পর থেকেই হাজারো প্রশ্ন উঠেছিল | নাম মেহেক মির্জা প্রভু | ভিডিওটিতে সে দাবি করে, কাশ্মীর থেকে নয় বরং মুম্বইয়ের ভুমিকন্যা তিনি | মাঝে দু লাইন অনর্গল মারাঠি বলে শোনাতে দেখা যায় তাকে | বলেন ,পেশায় আমি শিল্পী | সেদিন যখন আমি গেট অফ ইন্ডিয়ায় যাই তার আগে থেকেই ওখানে জমায়েত ছিল | কিছু মানুষ গান করছিলেন | কিছু মানুষ প্ল্যাকার্ড লিখছিলেন |
প্রথমেই বলি এই ভিডিওটা করছি কারণ আমার হাতে ফ্রি কাশ্মীর পোস্টার নিয়ে যেভাবে ভুল ধারণা ছড়িয়েছে তাতে আমার এই ভিডিও করা খুব জরুরি হয়ে পড়েছিল | প্রথমেই বলি আমি কাশ্মীরের মেয়ে নই | আমি এখানকারই মেয়ে | আমার সারনেম প্রভু | সেদিন সেখানে অনেকেই যেখানে পোস্টার লিখছিলেন তাতে সব ধরনের ইস্যুই ছিল| কেউ সিএএ নিয়ে,কেউ এনারসি ,কেউ জে এন ইউ নিয়ে লিখছিলেন |
তখন তার একপাশে আমার ফ্রি কাশ্মীর পোস্টারটি চোখে পড়ে | আমার শিল্পীর সত্ত্বাই সেই পোস্টার হাতে তুলে নিতে বলে | কারণ পাঁচ মাস ধরে আমরা ইন্টারনেটের যে ন্যুনতম সুবিধা পাচ্ছি,তা থেকে তারা বঞ্চিত | আমার মনে হয়েছিল তা বন্ধ হওয়া উচিত | তাই পড়ে থাকা ওই পোস্টারটি তুলেনি |
এই অবধি বলা মেহেকের কথা নিয়ে শুরুল হয় তরজা |মেহেকের সমর্থকেরা এই ঘটনাটি যতটা সরল করে দেখাতে চাইছেন ততটা কি ? কেন এই প্রশ্ন উঠছে ? কারণ,জনৈক পোস্টে দেখা যাচ্ছে যে মেহেক মার্জা নামে একটি প্রোফাইল থেকে জঙ্গী বুরহান ওয়ানির মৃত্যুর পর দুঃখের ইমোজি শেয়ার করা হয়েছে |
আর যে বন্ধুর প্রোফাইলে গিয়ে মেহেক এটি করেছেন তিনি বুহানের নাম লিখে পোস্ট করেছিলেন | তার নাম মহম্মদ মুনিম নাজির বলে জনৈক সেই অ্যাকাউন্টি থেকে ২০১৫সালেক ২০শে সেপ্টেম্বর এই পোস্টটি করা হয় | যদি এই মেহেক মির্জাই ফ্রি কাশ্মীরের পোস্টার হাতে তুলে ধরে তবে এই ভিডিওটিতে তিনি যা বলছেন বিষয় ততটা সহজ নয় বলেই মনে করছেন অনেকে |