জঙ্গী বুরহানের মৃত্যুতে শোক প্রকাশ করা সেই মেহেক মির্জার হাতেই কি ‘ফ্রি কাশ্মীর’ পোস্টার,সাফাই ভিডিও মেহেকের

মুম্বই পুলিশ খুঁজে বের করার আগেই নিজে থেকেই একটি পোস্ট করে ফ্রি কাশ্মীর প্ল্যাকার্ডধার সেই মেয়ে | যাকে গেট ওফ ইন্ডিয়ায় দেখার পর থেকেই হাজারো প্রশ্ন উঠেছিল | নাম মেহেক মির্জা প্রভু | ভিডিওটিতে সে দাবি করে, কাশ্মীর থেকে নয় বরং মুম্বইয়ের ভুমিকন্যা তিনি | মাঝে দু লাইন অনর্গল মারাঠি বলে শোনাতে দেখা যায় তাকে | বলেন ,পেশায় আমি শিল্পী | সেদিন যখন আমি গেট অফ ইন্ডিয়ায় যাই তার আগে থেকেই ওখানে জমায়েত ছিল | কিছু মানুষ গান করছিলেন | কিছু মানুষ প্ল্যাকার্ড লিখছিলেন |

প্রথমেই বলি এই ভিডিওটা করছি কারণ আমার হাতে ফ্রি কাশ্মীর পোস্টার নিয়ে যেভাবে ভুল ধারণা ছড়িয়েছে তাতে আমার এই ভিডিও করা খুব জরুরি হয়ে পড়েছিল | প্রথমেই বলি আমি কাশ্মীরের মেয়ে নই | আমি এখানকারই মেয়ে | আমার সারনেম প্রভু | সেদিন সেখানে অনেকেই যেখানে পোস্টার লিখছিলেন তাতে সব ধরনের ইস্যুই ছিল| কেউ সিএএ নিয়ে,কেউ এনারসি ,কেউ জে এন ইউ নিয়ে লিখছিলেন |

তখন তার একপাশে আমার ফ্রি কাশ্মীর পোস্টারটি চোখে পড়ে | আমার শিল্পীর সত্ত্বাই সেই পোস্টার হাতে তুলে নিতে বলে | কারণ পাঁচ মাস ধরে আমরা ইন্টারনেটের যে ন্যুনতম সুবিধা পাচ্ছি,তা থেকে তারা বঞ্চিত | আমার মনে হয়েছিল তা বন্ধ হওয়া উচিত | তাই পড়ে থাকা ওই পোস্টারটি তুলেনি |

এই অবধি বলা মেহেকের কথা নিয়ে শুরুল হয় তরজা |মেহেকের সমর্থকেরা এই ঘটনাটি যতটা সরল করে দেখাতে চাইছেন ততটা কি ? কেন এই প্রশ্ন উঠছে ? কারণ,জনৈক পোস্টে দেখা যাচ্ছে যে মেহেক মার্জা নামে একটি প্রোফাইল থেকে জঙ্গী বুরহান ওয়ানির মৃত্যুর পর দুঃখের ইমোজি শেয়ার করা হয়েছে |

আর যে বন্ধুর প্রোফাইলে গিয়ে মেহেক এটি করেছেন তিনি বুহানের নাম লিখে পোস্ট করেছিলেন | তার নাম মহম্মদ মুনিম নাজির বলে জনৈক সেই অ্যাকাউন্টি থেকে ২০১৫সালেক ২০শে সেপ্টেম্বর এই পোস্টটি করা হয় | যদি এই মেহেক মির্জাই ফ্রি কাশ্মীরের পোস্টার হাতে তুলে ধরে তবে এই ভিডিওটিতে তিনি যা বলছেন বিষয় ততটা সহজ নয় বলেই মনে করছেন অনেকে |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.