“কবে বিল পাশ জানানো হয়নি !” সংসদে অনুপস্থিত মিমি-নুসরতকে পাশে নিয়ে সাফাই মমতার

“বিল পাশ হবে জানানো হয়নি। তাই অনেক সাংসদ পৌঁছাতে পারেনি।” এভাবেই দলের তিন সেলিব্রেটি সাংসদদের পাশে দাঁড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । মঙ্গলবার যাদবপুর ৮বি থেকে মিছিল শুরুর আগে অস্থায়ী মঞ্চে বক্তৃতা করেন তিনি। ঘটনাচক্রে, নাগরিক সংশোধনী বিল পাশের সময় লোকসভায় অনুপস্থিত ছিলেন তৃণমূল যাদবপুরের সাংসদ মিমি চক্রবর্তী (Mimi Chakroborty), বসিরহাটের নুসরত জাহান ও ঘাটালের সাংসদ দেব (Dev)। যা নিয়ে প্রবল বিতর্ক হয়েছিল। কিন্তু, তাতে দমে না গিয়ে পাল্টা আম জনতাকে নিজের চরকায় তেল দেওয়ার পরামর্শ দিয়েছিলেন নুসরত জাহান (Nusrat Jahan)। অভিনেতা দেব আবার এককদম এগিয়ে দাবি করেছিলেন তিনি যেখানে শুটিং করছিলেন সেখানে ৩০০ মানুষের রুজী রোজগার রয়েছে। তাই সেই ভাবনা থেকেই লোকসভায় ভোটাভুটির দিন উপস্থিত থাকেননি তিনি।

এদিনের মিছিলে দেব হাজির না থাকলেও এসেছিলেন মিমি-নুসরত ‌। তাঁদের পাশে নিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপি ভাবছে দেশ দখল করে নিয়েছি। সংখ্যার জোরে আইন পাশ করানো যায়। কিন্তু মানুষের সমর্থন না পেলে তা কার্যকরী হয় না। সংবিধান মেনে নাগরিকত্ব আইন হয়নি। কবে বিল পাশ হবে, আগে জানানো হয়নি। না জানায় অনেক সাংসদ পৌঁছতে পারেননি।’’ রাজনৈতিক মহলের মতে, দলীয় সেলিব্রেটি সাংসদদের যে মমতা পাশেই দাঁড়াবেন সেটাই স্বাভাবিক। তাই তাঁদের ওপর আক্রমন কমাতেই এমনটা বলেন তিনি।‌

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.