আলু, পেঁয়াজ সবজির দাম নিয়ন্ত্রণে কলকাতার বাজারে পুলিশের অভিযান

কলকাতা: আকাশছোঁয়া আলু,,পেঁয়াজ ও সবজির দাম৷ নবান্নে জরুরী বৈঠক৷ দাম নিয়ন্ত্রণে আনতে কড়া নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ তারপরই শহরের বাজারগুলোতে নজরদারি কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের (ইবি)৷ সব বিষয় খতিয়ে দেখে যত দ্রুত সম্ভব নবান্নে রিপোর্ট পাঠাবেন তারা।

শুক্রবার সকালেই কলকাতা পুরসভার বাজারগুলোতে হানা দেয় এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা৷ তাদের সঙ্গে ছিল সাদা পোষাকে কলকাতা পুলিশও৷ তারা ৮টি দলে ভাগ হয়ে বিভিন্ন বাজারে অভিযান চালান৷ বিশেষ করে কলকাতা পুরসভার বিভিন্ন বাজারে৷ সেখানে গিয়ে তারা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন৷ তাদের কাছে জানতে চাওয়া হয় কোন কোন সবজি কি দামে বিক্রি করছেন৷

তারপর এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা ব্যবসায়ীদের সরকারি রেট জানান৷ তাছাড়া বাজারের ব্যবসায়ী সমিতির সঙ্গেও কথা বলেন৷ এবং তাদের সতর্ক করে দেন, যাতে আলু,, পেঁয়াজ ও সবজি বেশি দামে বিক্রি না করা হয়৷ সবজির পাশাপাশি তারা মাছ বাজারে নজরদারি চালান৷ পাইকারি বাজারের সঙ্গে খুচরো বাজারের দামের তফাত খতিয়ে দেখেন৷

অভিযোগ,পাইকারি বাজারে যে দামে আলু পেঁয়াজ সবজি বিক্রি হয়, তার থেকে অনেক বেশি দামে বিক্রি হয় খুচরো বাজারে। এদিন পাইকারির সঙ্গে খুচরো বাজারে দামের পার্থক্য খতিয়ে দেখেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা৷ তাদের নজরদারিতে ছিল ফড়েদের ভূমিকাও৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.