এক লাফে কলকাতার (Kolkata) তাপমাত্রা ৩ ডিগ্রি বেড়ে গেল। বৃহস্পতিবার থেকেই কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ সন্ধ্যা থেকে শনিবার সকাল পর্যন্ত বৃষ্টি চলবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টি শুরু হয়েছে পশ্চিমের জেলাগুলিতে। বৃহস্পতি শুক্রবার এ বজ্রবিদ্যুৎ-সহ শিলা বৃষ্টির সম্ভাবনা পশ্চিমের জেলাগুলিতে। কোথাও কোথাও ভারী বৃষ্টির পূর্বাভাস। আজ খুবই হালকা বৃষ্টি দিয়ে শুরু উত্তরবঙ্গে। উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে শুক্র ও শনিবার।
শুক্র ও শনিবার দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা। বরফ পড়বে সিকিমের বেশকিছু এলাকায়। পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতে এই বৃষ্টি রাজ্যজুড়ে। শনিবার দুপুরের পরই মেঘ কেটে যাবে রবিবার থেকে পরিষ্কার আকাশ নামবে তাপমাত্রা। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.৩ ডিগ্রি সেলসিয়াস স্বাভাবিকের ২ ডিগ্রি উপরে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিক ২৫.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ ৪৭ থেকে ৯৫ শতাংশ।