সন্ত্রাসবাদের বিষয়ে সর্বদা জিরো-টলারেন্স নীতি ভারতীয় সেনাবাহিনীর। জানিয়ে দিলেন সেনা প্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরবণে। সেনা দিবসের প্রাক্কালে, মঙ্গলবার বার্ষিক সাংবাদিক সম্মেলনে সেনা প্রধান বলেছেন, ‘পাকিস্তান প্রতিনিয়ত সন্ত্রাসবাদকে প্ররোচনা দিয়ে চলেছে। সন্ত্রাসের বিষয়ে আমাদের জিরো-টলারেন্স নীতি। সন্ত্রাসবাদের বিষয়ে এটা আমাদের স্পষ্ট বার্তা।’
সেনা প্রধান এদিন বলেন, ‘বিগত বছরে আমাদের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ ছিল কোভিড-১৯ এবং নর্দার্ন সীমান্তের পরিস্থিতি। নর্দার্ন সীমান্তজুড়ে আমরা উচ্চ সতর্কতা বজায় রেখেছি।’ তিনি আরও জানান, ‘পাকিস্তান প্রতিনিয়ত সন্ত্রাসবাদকে প্ররোচনা দিয়ে চলেছে। পাকিস্তান ও চিন একত্রে শক্তিশালী হুমকির পরিস্থিতি তৈরি করেছে।’ ভারত ও চিনের মধ্যে উত্তেজনা প্রসঙ্গে সেনা প্রধান বলেন, পারস্পরিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। আমি নিশ্চিত সমস্ত সমস্যার সমাধান হবে। উত্তর-পূর্বাঞ্চলের সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে সেনা প্রধান জানান, উত্তর-পূর্বাঞ্চলের বিষয়ে বলতে হলে, নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে। মিজোরামে কোনও হিংসা নেই। মণিপুরে দুই-একটি গোষ্ঠী জড়িত। অসমের বেশিরভাগই শান্ত। সামগ্রিকভাবে উত্তর-পূর্বের পরিস্থিতি উন্নতি হয়েছে।
2021-01-12