মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে ভারত| দেশে নারকোটিক্স কন্ট্রোলের (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ) স্বার্থে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে| আন্তর্জাতিক স্তরে, রাষ্ট্রপুঞ্জ এবং ইন্টারপোলের সঙ্গেই মাদক প্রতিরোধের জন্য নিয়মিত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ভারত| এই লক্ষ্যে বিগত পাঁচ বছর ধরে বাংলাদেশ, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর, মায়ানমার এবং রাশিয়ার সঙ্গে নিয়মিত দ্বিপাক্ষিক আলোচনা করেছে ভারত| নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো-র পক্ষ থেকে দিল্লিতে আয়োজিত হয়েছে ‘মাদক পাচারের বিরুদ্ধে অভিযান’ শীর্ষক দু’দিনের সম্মেলন| বিমসটেক দেশের স্বার্থে নারকোটিক্স ড্রাগসের মতো সংবেদনশীল বিষয়ে আয়োজিত দু’দিনের এই সম্মেলনে এই মন্তব্য করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ|
স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে ভারত| মাদক চোরাচালান রুখতে এবং মাদক ব্যবসা পুরোপুরি বন্ধ করার জন্য প্রচেষ্টা চালিয়েছে ভারত সরকার|’স্বরাষ্ট্রমন্ত্রীর কথায়, ‘দেশের বাইরে যাতে মাদক যেতে না পারে এবং বাইরে থেকে মাদক ভারতে আসতে না পারে, তা আমরা নিশ্চিত করব|’ স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেছেন, ‘নেশার বিরুদ্ধে ভারতের অভিযানের কারণেই বিগত পাঁচ বছরে ভারতে ১ লক্ষ ৮৯ হাজারেরও বেশি মামলা হয়েছে| তার মধ্যে ২ লক্ষ ৩১ হাজার মাদক চোরাচালানকারীদের গ্রেফতার করা হয়েছে| মাদক পাচার মামলায় ধৃতদের মধ্যে ১,৫০৩ জন বিদেশি নাগরিক|’ এদিনের সম্মেলনে বক্তব্য রাখার সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘মাদক ব্যবসার ফলে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার পাশাপাশি পরিবারও ভেঙে যায়, জাতীয় সুরক্ষার জন্যও তা মারাত্মক| এই ব্যবসাই সন্ত্রাসবাদী, দেশবিরোধী এবং অসামাজিক কাজকর্মে লিপ্তদের আয়ের উত্স|’
2020-02-13