সালটা 1981 সেই সময় অন্ধ্রপ্রদেশ এর ক্ষমতায় কংগ্রেস।আর তখন অলিবাদ জেলার ইন্দ্রভেলিতে পুলিশের গুলিতে মৃত্যু হয় একশোর অনেক বেশি আদিবাসীর।সেই গণহত্যার বিরুদ্ধে কবিতায় সরব হয় ভারভাড়া রাও।”নামকরণের দিন”নামে কবিতাটি লেখেন।
ওতো বড়ো গণহত্যার সরকারি তালিকায় অজস্র নাম খুঁজে পাওয়া যায়নি।
এইটা কিন্তু সেদিনকার ইতিহাস আর আজ কংগ্রেস ও সিপিএম বড়ো বড়ো কথা বলে।এদিকে সিপিএম পার্টি যে কত নকশাল ও অন্যান্য বাম শরিক ও কংগ্রেসে দলের লোকেদের খুন করেছে সেটার জবাব কি দিতে হবে না?
আজ তোমরা তো দেখছি সাধু হলে বটে?
বিদ্রোহী কবি ভারভরা রাও সত্তর দশক থেকে 2006 সাল পর্যন্ত বহু সময় জেলেই কাটিয়েছেন। উনি কংগ্রেসে ও তেলেগু দেশম সরকারের জেল বহুবছর দেখেছেন।ওনার জীবনের প্রায় অর্ধেক সময় জেলেই কেটেছে।
ভারতবর্ষের বিখ্যাত দাঙ্গা যেটা গুজরাটে র থেকে অনেক অনেক ভয়ঙ্কর সেগুলোর ছোট্ট কয় একটার নাম উল্লেখ করলাম। ভাগলপুর,মির্জাপুর,মিরাট,দিল্লী,মুজাফরপুর ইত্যাদি ভুলিয়ে দিয়ে গুজরাট গুজরাট করে চলেছ তোমরা।
সেই জন্যই বলছিলাম নেকামি করো না।আগে নিজেদের কৃত কর্মের জন্য প্রকাশ্যে ক্ষমা চাও আর তার পর প্রতিবাদ করো।
2021-09-01