এবার শব্দ দূষণ কমাতে উদ্যোগী যোগী সরকার। শব্দ জব্দ অভিযানে নেমেই যোগীর হাতে ১০ হাজারেরও বেশি মাইক, তাও আবার দুই দিনের মাথায়। প্রশাসনের তরফে মন্দির, মসজিদ ও গির্জায় একই নির্দেশ জারির করার পরে যোগী সরকারের এটা একটা উল্লেখযোগ্য পদক্ষেপ।
মাইককে কেন্দ্র করে দেশের একাধিক রাজ্যেই বিশাল রকমের তাণ্ডব দেখা গেছে। মহারাষ্ট্র ও কর্ণাটকে এই ইস্যুর খুবই গভীর প্রভাব দেখা গেছে। এই দুই রাজ্যেই মূলত মসজিদকেই কাঠগড়ায় তোলা হয়েছে। এই অবস্থায় উত্তরপ্রদেশে এই ইস্যুকে কেন্দ্র করে উল্টো নদী বইতে দেখা গেছে।
রাজ্য সরকার প্রথম থেকেই পুরো পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে রেখেছেন। প্রথমেই তিনি মাইকে শব্দের তীব্রতায় সীমা নির্দিষ্ট বেঁধে দিয়েছেন। এই তালিকায় ইতিমধ্যে ৩৫ হাজার মাইক চলে এসেছে। জানা গেছে, উত্তরপ্রদেশের রাজধানী লখনউ থেকে সবচেয়ে বেশি মাইক বাজেয়াপ্ত হয়েছে। মাইক বাজেয়াপ্ত হওয়ার দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছে মুখ্যমন্ত্রীর শহর গোরখপুর।