৫০০ অধিক ক্রীড়াবিদকে সরকারি চাকরি দেবে যোগী সরকার

৫০০ এরও বেশী ক্রীড়াবিদকে সরকারি চাকরি দেবে যোগী সরকার

চীন আর ভারত প্রতিবেশী দেশ হলেও ক্রীড়াজগতে দুই দেশের সাফল্যে বর্তমান পার্থক্য প্রায় আকাশ পাতাল। ভারত যেখানে অলিম্পিক ধরনের প্রতিযোগিতাতে দুই চারটে পদক নিয়েই খুশিতে আত্মহারা হয়ে উঠছে সেইখানে চীনের পদকের সংখ্যা রীতিমতো টেক্কা দিচ্ছে আমেরিকা – রাশিয়াকে।

আর এই পার্থক্যের অন্যতম কারন ক্রীড়াবিদদের সরকারি সাহায্য করা।
চীনের খেলোয়াড়রা যে পরিমাণ সরকারি সাহায্য পায় ভারতে তার ন্যূনতম পরিমাণ ছিলো না বললেই চলে। যদিও মোদি সরকার আসার পরে সেই পরিস্থিতি বেশ পালটেছে। কেন্দ্রীয় সরকার তো অবশ্যই‚ বিজেপি শাসিত রাজ্যগুলোও এগিয়ে এসেছে খেলোয়াড়দের পাশে দাঁড়াতে।

সেই ধারাবাহিকতাতেই এবার ৫০০ জনেরও বেশী ক্রীড়াবিদকে এবার সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করল উত্তরপ্রদেশের যোগী সরকার। প্রধানত পুলিশ বাহিনী আর অন্যান্য প্রশাসনিক ক্ষেত্রে যুক্ত করা হবে তাদের।

PAC গ্রাউন্ডে আয়োজিত পাঁচ দিনের ৭১ তম অল ইন্ডিয়া পুলিশ অ্যাথলেটিক্স ক্লাস্টার চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘোষণা করেছিলেন যোগী আদিত্যনাথ।

যোগী বলেনয‚ ৩১টি জেলার ১‚৩০০ জন ক্রীড়াবিদ এই বছর চ্যাম্পিয়নশিপকে একটি নতুন স্তরে নিয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে যেভাবে গত নয় বছরে দেশে ক্রীড়া সংস্কৃতির বিকাশ দেখা যাচ্ছে তারার উল্লেখ করেন তিনি।

মুখ্যমন্ত্রী মনে করিয়ে দেন যে‚ অলিম্পিক, এশিয়ান গেমস এবং কমনওয়েলথ গেমসে শুধু ভারতীয় ক্রীড়াবিদদের অংশগ্রহণই বেড়েছে তা নয়, তারা এই প্রতিযোগিতায় পদকও জিতেছে। ……… সংসদ খেল মহোৎসবের মাধ্যমে রাজ্যের প্রতিটি সংসদীয় কেন্দ্রে প্রায় ২০০০ থেকে ২৫০০ জন ক্রীড়াবিদ ক্রীড়া ইভেন্টের সাথে যুক্ত হচ্ছেন।

উত্তরপ্রদেশের সরকার ক্রীড়ার উন্নতির জন্যে গ্রামে গ্রামে খেলাধুলার মাঠ, ব্লকে মিনি স্টেডিয়াম এবং জেলায় স্টেডিয়াম তৈরি করছে বলেও তিনি জানান। এছাড়াও যুব মঙ্গল দল এবং মহিলা মঙ্গল দলকে স্পোর্টস কিট দেওয়ার কর্মসূচিও চলছে বলে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.