কোভিডের বিরুদ্ধে যুদ্ধে সর্বশক্তি নিয়ে ময়দানে যোগী সরকার’ – বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)

‘কোভিডের বিরুদ্ধে যুদ্ধে সর্বশক্তি নিয়ে ময়দানে যোগী সরকার’ – বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)

কোভিড- ১৯ এর দ্বিতীয় ঢেউ সামলাতে কঠিন চ্যালেঞ্জের মুখে দেশ। বিশ্বের বেশ কিছু নামকরা গণমাধ্যমে ভারতের প্রশাসনিক ব্যর্থতার কথা উঠে আসছে বারবার।

কিন্তু যে কথা সযত্নে আড়াল করা হচ্ছিল, তাই সামনে উঠে এল। কোভিড সংক্রমন রুখতে উত্তরপ্রদেশ সরকারের সদর্থক ভূমিকাকে কুর্নিশ জানানো হল WHO( World Health Organization) এর প্রকাশিত প্রতিবেদনে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে উঃ প্রদেশ সরকার গ্রামগুলিতে সংক্রমন ঠেকাতে ব্যাপক হারে ‘Rapid Antigen Test’, আক্রান্তদের নিভৃতবাসে পাঠানো ও তাঁদের প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা দেওয়ার নীতি গ্রহণ করেছে। এছাড়াও আক্রান্তদের পরিবারের সদস্যদের RT-PCR/ RAT এর মাধ্যমে পরীক্ষা করার জন্য স্বাস্থকর্মী নিযুক্ত হয়েছে। সরকারের এই সিদ্ধান্ত কে সাধুবাদ জানিয়েছেন WHO এর কার্যকর্তারা।
রাজ্যের ৭৫ টি জেলার ৯৭,৯৪১ গ্রামে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য স্বাস্থ্য দফতর থেকে ১,৪১,৬১০ টি দল, এবং ২১,২৪১ জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে।

WHO এর যে সমস্ত পদস্থ কর্মচারী রা সরকারি দলের কাজ খতিয়ে দেখছেন, তাঁদের পেশ করা বিবরনে জানানো হয়েছে ৫ ই মে অর্থাৎ এই কার্যপদ্ধতি প্রয়োগের প্রথম দিনেই তাঁরা ২০০০ টি দুই সদস্যর সরকারি দলকে অন্তত ১০০০০ পরিবারের সাথে সাক্ষাৎ করতে দেখেছেন।

সরকারের ‘মাইক্রো প্ল্যানিং’, ব্যাপক হারে ‘টেস্ট’, এবং ‘আইসোলেশান’/ বিচ্ছিন্নকরন পদ্ধতির প্রশংসা করেছে WHO.

~আদিত্য

https://www.who.int/india/news/feature-stories/detail/uttar-pradesh-going-the-last-mile-to-stop-covid-19

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.