৬ বছরে সাড়ে পাঁচ লক্ষ বেকারকে চাকরি দিয়েছে যোগী সরকার

৬ বছরে সাড়ে পাঁচ লক্ষ বেকারকে চাকরি দিয়েছে যোগী সরকার

পশ্চিমবঙ্গে যখন সরকারি চাকরি আকাশেএ চাঁদের থেকেও অমিল হয়ে উঠছে‚ যেটুকু পাওয়া যাচ্ছে সেটুকুও ভরে উঠছে দুর্ণীতি আর স্বজনপোষনে তখন উত্তরপ্রদেশের যোগী সরকার এই বিষয়ে রীতিমতো রেকর্ড তৈরী করে ফেলল। বিগত ৬ বছরে দুর্ণীতির ন্যূনতম অভিযোগ ছাড়াই সাড়ে পাঁচ লক্ষ বেকার যুবক যুবতীকে চাকরি দিয়েছে যোগী সরকার।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বৃহস্পতিবার উত্তরপ্রদেশ পাবলিক সার্ভিস কমিশন (UPPSC) পরীক্ষায় উত্তীর্ণ ৪৯৬ জন অফিসারকে নিয়োগপত্র দিচ্ছিলেন। ‘মিশন রোজগার’-এর অধীনে সরকার কর্তৃক গৃহীত একটি বড় মহড়ায় এই নিয়োগপ্রাপ্তদের ১৩টি বিভাগে নেওয়া হয়েছে।

সেখানেই যোগী জানান যে‚ গত ছয় বছরে তাঁর সরকার কীভাবে ৫.৫ লক্ষেরও বেশি লোককে চাকরি দিয়েছে। মুখ্যমন্ত্রী আরও উল্লেখ করেছেন যে কীভাবে মুখ্যমন্ত্রী অভ্যুদয় কোচিং স্কিমের মাধ্যমে ইউপিপিএসসি পরীক্ষার জন্য প্রশিক্ষণ নেওয়া ৪৩ জন প্রার্থীও পরীক্ষাটি পাস করেছে।

এ উপলক্ষে তিনি ‘ই-আধ্যায়ন (রিকুইজিশন) নামে একটি পোর্টাল’ উদ্বোধন করেন। এই পোর্টাল এর মাধ্যমে প্রতি বিভাগে কত শূন্যপদ রয়েছে এবং কোন পদের জন্য কতজন কর্মী প্রয়োজন তা জানাবে।

নতুন চাকরি পাওয়া যুবক যুবতীদের অভিনন্দন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন যে বিজেপি রাজ্যে ক্ষমতায় আসার পর থেকে গত ছয় বছরে ইউপি বিশাল অগ্রগতি করেছে। তিনি বলেন যে ছয় বছর আগে, ইউপির যুবকরা একটি আইডেন্টিটি ক্রাইসিসের সাথে মোকাবিলা করছিল। কিন্তু এখন তারা তাদের নিজ রাজ্য সম্পর্কে পরিচয় দিতে দ্বিধা করে না।“

তিনি মনে করিয়ে দেন যে এটা সেই একই রাজ্য যেখানে মাফিয়াদের আধিপত্য ছিল।
এই একই রাজ্য যেখানে প্রতি তৃতীয় দিনে দাঙ্গা হত, আর কোনো বিনিয়োগ আসত না। বিনিয়োগকারীরা তাদের ব্যবসা বন্ধ করে রাজ্য ছেড়ে চলে যেতে শুরু করে। তিনি বলেন, কেউই ভাবেনি যে ইউপি কখনও উন্নতি করবে কিন্তু চিত্রটি সম্পূর্ণ পালটে গেছে। প্রতিটি গ্রাম এবং শহরে এই পরিবর্তন লক্ষ করা যাচ্ছে আর যারা কাজের জন্যে অন্য রাজ্যে গেছিল তারা ফিরে আসছে।

মুখ্যমন্ত্রী আরো জানান যে‚ গত ছয় বছরে, সরকার রাজ্যে ১.৬১ কোটি কর্মসংস্থান সম্ভব হয়েছে। এছাড়াও ৬০ লক্ষেরও বেশি উদ্যোক্তাকে তাদের স্টার্টআপ চালু করতে সহায়তা করা হয়েছে। “যেহেতু সরকারি চাকরির জন্য রাজ্যের নিয়োগ প্রক্রিয়া চলছে, তাই মানুষ বেসরকারি খাতেও কাজ খুঁজে পাচ্ছে‚” তিনি জানান।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মিশন রোজগার যুবকদের স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করছে বলেও তিনি জানান। নির্বাচিত প্রার্থীদের কাজ করার সময় জনকল্যাণের কথা মাথায় রাখতে উৎসাহিত করে মুখ্যমন্ত্রী বলেন, তারা যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী নিজেদের পরিচালনা করেন, তাহলে তাদের এবং সরকারের প্রতি মানুষের আস্থা বাড়বে।

যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশ এখন সারা ভারতের কাছে আদর্শ হয়ে উঠেছে।

সৌভিক দত্ত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.