উত্তর প্রদেশের (Uttar Pradesh) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityaath) বাবার মৃত্যুর পরেও নিজের কর্তব্য পালন করে চলেছে। লকডাউনের কারণে উনি ওনার বাবার শেষকৃত্যে অংশ নেবেন না বলে জানিয়েছিলেন। উনি এই সঙ্কটের সময়ে নিজের রাজ্য ছেড়ে না যাওয়া আর রাজধর্ম পালনের সিদ্ধান্ত নিয়েছিলেন।
যোগী আদিত্যনাথ (Yogi Adityaath) লখনউতে থেকেই সন্তান হওয়ার ধর্ম পালন করেন। উনি মঙ্গলবার নিজের সরকারি আবাসে করোনা ভাইরাসের কোর টিমের সাথে বৈঠক করেন। বৈঠকের প্রথমে উনি সমস্ত বরিষ্ঠ আধিকারিকদের সাথে দুই মিনিট নীরবতা পালন করে নিজের স্বর্গীয় পিতার আত্মার শান্তি কামনা করেন।
এরপর যোগী আদিত্যনাথ করোনার বিরুদ্ধে লড়াইয়ে রণনীতি বানানোর জন্য মিটিং শুরু করে দেন। আপনাদের জানিয়ে দিই, ওনার পিতা আনন্দ সিং বিস্ত গতকাল দিল্লীর এইমসে সকাল ১০ঃ৪৪ এ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আজ সকালে উত্তরাখণ্ডে ওনার পৈতৃক গ্রামে আনন্দ সিং বিস্ত এর শেষ কৃত্য সম্পন্ন করা হয়। যোগী আদিত্যনাথ এই সময়ে সেখানে উপস্থিত ছিলেন না। উনি সোমবার নিজের মাকে চিঠি লিখে জানিয়ে দেন যে, তিনি আসতে পারবেন না। উনি জানান, শেষ সময়ে বাবাকে দেখার খুব ইচ্ছে ছিল আমার, কিন্তু বৈশ্বিক মহামারীর বিরুদ্ধে দেশের এই লড়াইয়ে উত্তর প্রদেশের ২৩ কোটি জনতার জন্য নিজের কর্তব্য পালনের খাতিরে আমি যেতে পারলাম না।
উনি বলেন, লকডাউনের সফলতা আর করোনাকে হারানোর রণনীতির কারণে তিনি শেষকৃত্যে অংশ নিতে পারলেন না। এর সাথে সাথে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityaath) নিজের মা আর পরিবারের সদস্যদের কাছে আবেদন করে বলেন যে, তাঁরা যেন লকডাউনের পালন করে আর শেষকৃত্যে কম মানুষ অংশ নেয়।