উত্তর প্রদেশ থেকে ভেসে আসা লাশের কথা মিডিয়ার দৌলতে আমরা সবাই জানি। উত্তর প্রদেশ মানেই যেন ভেসে আসা লাশের উৎসমুখ।তবুও যেটুকু হয়ত অনেকেই জানিনা তা হল ভারত বর্ষের সর্ব বৃহৎ রাজ্য উত্তর প্রদেশের জনসংখ্যা ২১ কোটি। পশ্চিমবঙ্গের জনসংখ্যার চেয়ে (১০ কোটি) দ্বিগুনের ও বেশী।
উত্তর প্রদেশ রাজ্যে “জেলা পঞ্চায়েত চেয়রম্যান” বলে একটা ভোট হয়। এই জেলা পঞ্চায়েত চেয়ারম্যান পদে ওই রাজ্যে মোট আসন সংখ্যা ৭৫ টি।
যোগী আদিত্যনাথের শাসনে আস্থা রেখে এই পঞ্চায়েত চেয়ারম্যান নির্বাচনে যোগীর দল ৭৫ টির মধ্যে ৬৭ টি আসন পেয়েছে।
যোগী আদিত্যনাথ কে আমার একজন কঠিন কঠোর এবং আপোষহীন শাসক বলেই মনে হয়। করোনার প্রথম লক ডাউনে যোগীজির পিতৃবিয়োগ হলে উনি পিতার পারলৌকিক ক্রিয়াকর্মে উপস্থিত থাকতে পারেন নি কারনটি উনি একটি চিঠিতে তার মা কে লিখেছিলেন।করোনার ভয়াবহতার মধ্যে প্রশাসনিক কাজ কর্ম ফেলে উনি পিতৃগৃহে যেতে অপারগ ছিলেন।
“আমি এখন একটি বৃহত্তর সংসারের দায়ীত্ব কাধে নিয়েছি। মা, তুমি তো আছোই। জানি তুমি সব সামলে নেবে।”
অনেকেই আছেন যোগীজিকে অপছন্দ করেন। এটা তাদের অধিকার।পছন্দ অপছন্দ এসব নিয়েই তো এই জগত সংসার।একজন মানুষের কাউকে পছন্দের অধিকার ও যেমন আছে অপছন্দের ও তেমন ই অধিকার আছে। ভালবাসার অধিকার আছে,ঘৃনার ও।আপনি যোগীজিকে পছন্দ করতে পারেন অথবা ঘৃনাও করতে পারেন,কিন্তু ওনার উপস্থিতি অস্বীকার করতে পারবেন না।
সজল মন্ডল