কাশ্মীর থেকে কন্যাকুমারী, লাদাখ থেকে কলকাতা, গোটা ভারতই বাঁধা পড়েছে যোগ-সূত্রে। আন্তর্জাতিক যোগ দিবসে অংশ নিয়েছেন ভারতের সমস্ত বাহিনী। সপ্তম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে সোমবার সকালে লাদাখের প্যাংগং হ্রদের ধারে যোগব্যায়াম করেছেন ইন্দো-তিবেতিয়ান বর্ডার পুলিশ (আইটিবিপি)-এর জওয়ানরা। অরুণাচল প্রদেশের লোহিতপুরে এনিম্যাল ট্রেনিং স্কুলে যোগাসন করেছেন আইটিবিপি জওয়ানরা।
লাদাখে ১৮ হাজার ফুট উচ্চতায়, শ্বেতশুভ্র বরফের উপর যোগব্যায়াম করেছেন আইটিবিপি জওয়ানরা। জম্মুতে যোগব্যায়াম করেছেন সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স (সিআরপিএফ)-এর জওয়ানরা। লাদাখের গালওয়ানের কাছে প্রবল ঠান্ডার মধ্যেই যোগাভ্যাস করেছেন আইটিবিপি জওয়ানরা। আবার সমুদ্রপৃষ্ঠ থেকে ১৫ হাজার ফুট উঁচুতে লাদাখের বর্ডার আউট পোস্টে আইটিবিপি জওয়ানরা যোগব্যায়াম করেছেন। কলকাতায় বিএসএফ শিবিরে যোগব্যায়াম করেছেন সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ)-এর জওয়ানরা।
2021-06-21