চীনের বিদেশ মন্ত্রক সূত্রে জানা যাচ্ছে সেদেশের রাষ্ট্র প্রাধান শি জিনপিং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আরো একবার আলোচনায় বসতে আগ্রহ প্রকাশ করেছেন। গত বছর এপ্রিলে দুই রাষ্ট্র প্রধান চীনের উুহানে অন্তরঙ্গ আলাপচারিতায় মিলিত হয়ে উভয়দেশের সমস্যা সমাধানে সচেষ্ট হয়েছিল।
উল্লেখ্য চীনের ওয়ান বেল্ট ওয়ান রোড (ওবিওআর) প্রকল্পে চীন বারবার ভারতকে আমন্ত্রণ করলেও তা গ্রহণ করেনি নতুন দিল্লি। ওবিওআর এর আধীন চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোর পাক অধিকৃত কাশ্মীরে থাকার কারণে নতুন দিল্লি বারবারব এর প্রতিবাদ করে এসেছে।
মনে করা হচ্ছে লোকসভা ভোট পর্ব শেষ হলে দ্বিতীয়বারের বৈঠক ভারত আয়োজন করতে পারে এবং তা হবে রীতি মোতাবেক।