কুস্তিতে হরিয়ানা আর দেশের মান সন্মান বাড়িয়ে তোলা কুস্তিবীর যোগেশ্বর দত্ত বিজেপিতে যোগ দিলেন আজ। হরিয়ানা বিজেপির রাজ্য সভাপতি সুভাষ বরালা ওনাকে বিজেপির উত্তরীয় পড়িয়ে দলের সদস্যতা দেন।
যোগেশ্বর দত্ত হরিয়ানা থেকে বিজেপির টিকিটে নির্বাচনেও লড়তে পারেন।
আপানদের জানিয়ে রাখি, যোগেশ্বর দত্ত ২০১২ সালের লন্ডন অলিম্পিকে কুস্তিতে ব্রোঞ্জ পদক হাসিল করেছিলেন। এছাড়া ওনাকে পদ্মশ্রী সন্মাতে সন্মানিত করা হয়েছিল। ২০১৪ সালে যোগেশ্বর দত্ত কমনওয়েলথ গেমে স্বর্ণ পদক হাসিল করেছিলেন।
যোগেশ্বর দত্ত বলেন, দেশ সেবা করার জন্যই আমি রাজনীতিতে এসেছি। উনি বলেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থেকে প্রভাবিত হয়ে আমি বিজেপিতে যোগ দিই। উনি বলেন, বিজেপির সরকার দ্বারা জম্মু কাশ্মীর থেকে ৩৭০ ধারা তুলে দেওয়ার সিদ্ধান্তে আমি খুব খুশি হয়েছি। উনি বলেন, দেশের খেলোয়াড়দের রাজনীতিতে এসে দেশ সেবা করা উচিত। এছাড়াও আজ বিজেপিতে যোগ দেন ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক সন্দিপ সিং।
শোনা যাচ্ছে যে, বিজেপি খুব শীঘ্রই প্রার্থীদের নাম ঘোষণা করবে। প্রার্থী নির্বাচনের শেষ সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী তথা বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এর অন্তিম সিদ্ধান্তের পর প্রার্থীর নাম ঘোষণা হবে। আগামী ২৯ সেপ্টেম্বর লিস্ট ঘোষণা হওয়ার সম্ভাবনা আছে। ২১ অক্টোবর হরিয়ানায় ভোট গ্রহণ হবে, আর ফলাফলা ঘোষণা ২৪ অক্টোবর হবে। বিধানসভা নির্বাচনের জন্য খুবই কম সময় আছে, তাই এইজন্য প্রার্থী তালিকা ঘোষণা করার জন্য প্রার্থীর নির্বাচন চলছে।