২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। বিশ্ব জুড়ে প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই । ২০১৫ থেকে প্রতি বছরই পালন করা হয় এই দিবস। ভারত সহ বিশ্বের সব দেশেই ঘটা করে পালন করা হয় এই দিনটি। তবে ভারতীয় এই সংস্কৃতির যোগসূত্র পাওয়া যায় বহু আগে থেকে। পূরাণ থেকে জানা যায়, মহাদেবের সঙ্গে সম্পর্ক রয়েছে এই যোগ সংস্কৃতির।
কিন্তু, প্রথম কোন সময় থেকে এদেশের সংস্কৃতিতে যোগ-এর প্রবেশ তা এখন স্পষ্ট নয়। মহাদেব শিবকে আদি যোগী নামেও অভিহিত করা হয়। যার অর্থ, প্রথম গুরু। দেশের সব যোগীরাই শিবকে গুরু মেনেই চলেন। পূরাণ অনুযায়ী, এই দিনেই মহাদেব শিব যোগ সংক্রান্ত জ্ঞানের প্রসার ঘটান। কথিত আছে, এই দিনেই তিনি আদি গুরুতে পরিণত হয়েছিলেন।
কিন্তু, সাম্প্রতিক কালে যোগের প্রতি বিশ্বের নজর আকর্ষণ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি অশোক কুমার মুখোপাধ্যায়ের উদ্যোগে একটি খসড়া পেশ করা হয়। যা ১৯৩টি দেশের মধ্যে ১৭৭টি দেশ সমর্থন পায় সেটি। এবং ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালনের সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়। তারপর থেকেই সারা বিশ্বে সগৌরবে পালিত হয় এই যোগ দিবস।
যোগ-এর উদ্দেশ্য শুধু শরীর নয়, মন ও আত্মারও আরোগ্য। প্রকৃতির সঙ্গে মানুষের এক বিশেষ সংস্রব সৃষ্টি করে যোগ। প্রকৃতির আরও কাছে নিয়ে আস্তে সাহায্য করে যোগ। আধুনিক সমাজের সমস্যা নিরাময়ে যোগের ভূমিকা অনস্বীকার্য।