ঝাড়গ্রামে মুখ্যমন্ত্রীর উপস্থিতির কথা তুলেই তাঁকে কটাক্ষের তীরে বিঁধলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিজেপির দাবি অনুযায়ী, ভোট পরবর্তী হিংসার শিকার হয়েছিল বিজেপি কর্মী কিশোর মান্ডি। সেই সময়ে বিজেপির তরফে অভিযোগ করা হয়েছিল, কিশোর মান্ডিকে খুন করা হয়েছে। সোমবারে, সেই খুনের প্রসঙ্গ তুললেন তিনি। শুধু তাই নয়, তিনি কিশোর মান্ডির পরিবারের সঙ্গেও কথা বললেন এবং নিহত বিজেপি কর্মীর সন্তানের পড়াশোনার দায়িত্ব নেওয়ার আশ্বাসও দিলেন। একইসঙ্গে তিনি কিশোরেএ ছবিতে মালা দিয়ে শ্রদ্ধাও জানালেন তিনি।
এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী বললেন, “একদিকে বিশ্ব আদিবাসী দিবসে মুখ্যমন্ত্রী নাচছেন। আর দেখুন তাঁর দলের লোকেরাই কিশোর মান্ডিকে খুন করেছে”। বিশ্ব আদিবাসী দিবসে শুধু যে তিনি কিশোর মান্ডির পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেছেন যে তাই নয়, তিনি পশ্চিম মেদিনীপুরের ডেবরায় ডুঁয়াতেও গেছিলেন। সেখানে স্থানীয় ক্লাবের দ্বারা আয়োজিত এক অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন। সেখানে তিনি আবারও আদিবাসীদের অধিকারের কথা তুললেন। তিনি বললেন, “আদিবাসীদের শিক্ষা ব্যবস্থায় অগ্রাধিকার দিতে হবে”।
2021-08-10