নয়া দিল্লীঃ ভারত সফরে এসেছেন বিশ্ব ব্যাংক এর প্রধান ডেভিড মলপাস, উনি শনিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করেন। প্রধানমন্ত্রী মোদীর কার্যালয় দুজনের সাক্ষাতের ছবি ট্যুইটারে শেয়ার করে। যদিও পিএমও থেকে এটা জানানো হয়নি যে, দুজনের মধ্যে কোন কোন ইস্যুতে কথাবার্তা হয়েছে। এর আগে বিশ্বব্যাংক এর প্রধান ডেভিড মলপাস বলেছিলেন, ভারত সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ করে ভারতের দ্রুত উন্নয়নের জন্য আর্থিক দিকে আসন্ন চ্যালেঞ্জ নিয়ে চর্চা করবেন। এছাড়াও মলপাস আরও কয়েকজন নেতার সাথে সাক্ষাৎ করবেন বলে জানা যায়।
বিশ্ব ব্যাঙ্ক আরও একবার দেশে চলা ৯৭ টি উন্নয়নমূলক প্রকল্পকে সম্পন্ন করার জন্য আর্থিক সাহায্য দেওয়ার কথা জানায়। বিশ্ব ব্যাংক এর প্রধান ডেভিড মলপাস শনিবার বলেন, ভারতে চলা ৯৭ টি জনমুখি প্রকল্পের জন্য ২৪ বিলিয়ন ডলারের সাহায্য করবে বিশ্ব ব্যাংক। মিডিয়ার সাথে কথা বলার সময় মলপাস বলেন, আমরা আশা করছি যে এই প্রকল্প গুলো জারি থাকবে আর ভারতে চলা জনমুখি প্রকল্প গুলো এবং উন্নয়নের জন্য ভারত প্রতিবদ্ধ থাকবে। উনি বলেম বিশ্ব ব্যাংক থেকে প্রতি বছর ৫ থেকে ৬ বিলিয়ন ডলার সাহায্য দেওয়া হবে।
মিডিয়ার সাথে কথাবার্তা বলার সময় মলপাস বলেন, আর্থিক মন্দা দূর করার জন্য এবং ভারতের জিডিপি গ্রোথ বাড়ানো নিয়ে অনেক বিকল্প নিয়ে চর্চা হয়। ভারতের আর্থিক উন্নতির প্রশংসা করে মলপাস বলেন, ভারত আর্থিক দিক থেকে সম্পত্তির দেখভাল, দেউলিয়া প্রক্রিয়া, ব্যাঙ্কিং সিস্টেমকে আরও সুগম বানানো এবং এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক বৈকল্পিক ব্যাবস্থাতে অন্যান্য দেশের তুলনায় এগিয়ে গেছে।