পরিবহনের উন্নয়নে ইন্টিগ্রেটেড সিস্টেমের মতো কাজ করা হচ্ছে : মোদী

আহমেদাবাদ ও সুরাটের জনগণের জন্য সুখবর। আহমেদাবাদ মেট্রো প্রকল্পের দ্বিতীয় পর্যায় এবং সুরাট মেট্রো প্রকল্পের ভূমি পুজো করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আহমেদাবাদ মেট্রো প্রকল্পের দ্বিতীয় পর্যায় এবং সুরাট মেট্রো প্রকল্পের ভূমি পুজো করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একইসঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন, শহরের পরিবহন ব্যবস্থার উন্নয়নে ইন্টিগ্রেটেড সিস্টেমের মতো কাজ করা হচ্ছে। ভূমি পুজো অনুষ্ঠানের পর প্রধানমন্ত্রী বলেছেন, আহমেদাবাদ এবং সুরাট খুব গুরুত্বপূর্ণ পুরষ্কার পেতে চলেছে। আহমেদাবাদ এবং সুরাট-দেশের এই দু’টি প্রধান ব্যবসায়িক কেন্দ্রের যোগাযোগকে আরও মজবুত করবে মেট্রো। আহমেদাবাদে ১০ হাজার কোটির বেশি ইন্ফ্রাস্ট্রাকচারের কাজ শুরু হচ্ছে। করোনাকালেও নয়া ইন্ফ্রাস্ট্রাকচার তৈরির বিষয়ে দেশের প্রচেষ্টা লাগাতার বেড়ে চলছে।
প্রধানমন্ত্রী এদিন বলেন, ২০১৪ সালের পূর্ববর্তী ১০-১২ বছরে মাত্র ২২৫ কিলোমিটার মেট্রো লাইন অপারেশনাল ছিল। কিন্তু, বিগত ৬ বছরে ৪৫০ কিলোমিটারের বেশি মেট্রো নেটওয়ার্ক চালু হয়ে গিয়েছে। আহমেদাবাদের পর সুরাট গুজরাটের দ্বিতীয় বড় শহর, যে শহর মেট্রোর মতো আধুনিক পাবলিক ট্রান্সপোর্ট সিস্টেমের সঙ্গে যুক্ত হবে। প্রধানমন্ত্রী এদিন জানান, গুজরাটের শহরের পাশাপাশি বিগত বছরগুলিতে গ্রামীণ অঞ্চলেও অভূতপূর্ব প্রগতি হয়েছে। বিশেষভাবে গ্রামাঞ্চলে সড়ক, বিদ্যুৎ ও জলের বিষয়ে বিগত দুই দশকে যে কাজ হয়েছে, তা গুজরাটের উন্নয়ন যাত্রায় খুব গুরুত্বপূর্ণ অধ্যায়। জল জীবন মিশনের অধীনে গুজরাটে ১০ লক্ষ নতুন জলের কানেকশন দেওয়া হয়েছে। খুব শীঘ্রই গুজরাটের প্রতিটি বাড়িতে নলের মাধ্যমে জল পৌঁছে যাবে।প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ইন্টিগ্রেটেড সিস্টেমের মতো শহরগুলির পরিবহন ব্যবস্থার উন্নয়ন করছি- এর অর্থ হল বাস, মেট্রো, রেল নিজস্ব নকশা অনুযায়ী চলবে না বরং সম্মিলিত ব্যবস্থা হিসেবে কাজ করবে, একে অপরের পরিপূরক।’ প্রধানমন্ত্রী জানান, ‘দেশের ২৭টি শহরে ১০০০ কিলোমিটারের বেশি মেট্রো নেটওয়ার্কে কাজ চলছে। একটা সময় ছিল যখন মেট্রো নেটওয়ার্ক নিয়ে দেশে কোনও আধুনিক চিন্তাভাবনা ছিল না। কোনও মেট্রো পলিসি নীতি ছিল না। ফলে বিভিন্ন শহরে বিভিন্ন ধরনের মেট্রো ছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.