চন্দ্রযান-৩ মিশনের কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, কাজ চলছে দ্রুত গতিতে| বুধবার এই সুখবর দিলেন ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)-র চেয়ারম্যান কে শিবন| বেঙ্গালুরুতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইসরো-র চেয়ারম্যান জানিয়েছেন, ‘চন্দ্রযান-৩ মিশনের কাজ শুরু হয়েছে এবং দ্রুত গতিতে কাজ চলছে|’ এছাড়াও গগণায়ন মিশন প্রসঙ্গে ইসরো-র চেয়ারম্যান বলেছেন, ‘৪ জন মহাকাশচারীকে বাছাই করা হয়েছে এবং চলতি মাসের শেষেই প্রশিক্ষণের জন্য রাশিয়ায় যাবেন তাঁরা| ১৯৮৪ সালে, রাশিয়ান মডিউলে উড়ে গিয়েছিলেন রাকেশ শর্মা| কিন্তু, এবার ভারতীয় মডিউলেই উড়ে যাবেন ভারতীয় মহাকাশচারীরা|’এদিন বেঙ্গালুরুতে একটি অনুষ্ঠানে ইসরো চেয়ারম্যান বলেছেন, ‘মহাকাশে শুধুমাত্র মানুষকে পাঠানোই গগণায়ন মিশনের লক্ষ্য নয়, এই মিশন দীর্ঘমেয়াদী জাতীয় এবং আন্তর্জাতিক সহযোগিতার জন্য ফ্রেমওয়ার্ক তৈরির সুযোগ প্রদান করবে|’ কে শিবন আরও বলেছেন, ‘আমরা প্রত্যেকেই জানি, বৈজ্ঞানিক আবিষ্কার, অর্থনৈতিক উন্নয়ন, শিক্ষা, প্রযুক্তির উন্নয়ন এবং যুব সমাজকে অনুপ্রাণিত করাই প্রতিটি দেশের প্রধান লক্ষ্য| সমস্ত উদ্দেশ্য পূরণের লক্ষ্যে মহাকাশে মানুষ পাঠানোই নিখুঁত প্ল্যাটফর্ম|’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.