আফস্পা বা আর্মড ফোর্সেস স্পেশাল পাওয়ার অ্যাক্ট প্রত্যাহার করার দাবি বহুদিন ধরেই চলে আসছিল। এই ইস্যু উত্তর-পূর্ব ভারতে মণিপুর নির্বাচনের সময়েও গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে উঠে এসেছিল। বিরোধী দলগুলিও এই আইন প্রত্যাহারের দাবিতে সরব হয়েছিল। এবার, সেই ইস্যুকে কেন্দ্র করেই বিশেষ ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর ঘোষণা অনুযায়ী, তিনটি রাজ্যের বেশ কয়েকটি অংশে আফস্পার কার্যকারিতা প্রত্যাহার করা হয়েছে।
তিনি টুইটে লেখেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। অসম, মণিপুর ও নাগাল্যান্ডে বেশ কয়েকটি উপদ্রুত অংশে আফস্পা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার যে তৎপরতার সঙ্গে উত্তর পূর্বের রাজ্যগুলিতে কাজ করেছে এবং বিভিন্ন উদ্যোগের ফলে সেখানে নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়েছে। এই পদক্ষেপগুলির কারণে সেখানে এখন শান্তির পরিবেশ রয়েছে, তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে উত্তর পূর্ব বঞ্চিত ছিল, তবে সেখানে শান্তি, উন্নতি ও অভূতপূর্ব উন্নয়নকে বাস্তবায়ণ করার জন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাই”।
উল্লেখ্য, আফস্পা প্রত্যাহারের দাবি জোরালো হয়েছিল মূলত নাগাল্যান্ডে বিগত বছরে ১৪ জন নিরীহ গ্রামবাসী প্রাণ হারিয়েছিল, শুধুমাত্র এই আফস্পা আইনের কারণেই। এরপর থেকেই আতঙ্কের বহু মানুষ আফস্পা প্রত্যাহারের দাবি তুলতে থাকে। এরপরে, সেই মানুষদের হিতের কথা ভেবেই কেন্দ্রীয় সরকার বড়ো ধরণের পদক্ষেপ নিল।
2022-04-02