ভেবে দেখেছেন PRIMARY/UPPER PRIMARY list এ বার বার ভুল থাকে কেন?

ভেবে দেখেছেন PRIMARY/UPPER PRIMARY list এ বার বার ভুল থাকে কেন?

ভুল হলে প্রার্থীরা কোর্টে যাবে, কোর্ট ভুল এবং দুর্নীতি দেখে নিয়োগ stay করবে। কোর্টের অর্ডারের জন্য নিয়োগ সম্ভব হবে না। রাজ্য সরকার বলে দেবে যে তারা নিয়োগ করতে চাইছিল কিন্তু কোর্টের অর্ডারের জন্য হচ্ছে না। তৃণমূল নেতারা একই ভাষণ দেবে বিভিন্ন জায়গায়। তৃণমূলের মুখপাত্র বার্ধক্য ভাতা নেওয়ার জন্যও বলতে পারে । যেমন আগে বলেছিল।

এতে সরকারের লাভ? শিক্ষক নিয়োগ হবে না, তাদেরকে মাইনে দিতে হবে না। আরো লাভ চাই?

Upper primary র ইন্টারভিউর জন্য selected প্রার্থীদের লিস্ট বেরিয়েছে। কিছু জনকে তো দেখলাম চাকরি পাওয়ার কয়েক বছরের মধ্যেই রিটারমেন্ট এর সময় চলে আসবে। হাইকোর্টের অর্ডার অনুযায়ী প্রার্থীদের নামের পাশে প্রাপ্ত marks লেখার কথা ছিল। সেটা দেখেলেন কেউ?

Upper age limit সাধারণদের জন্য 40 বছর ছিল, SC/ST দের জন্য 45 এবং OBC দের জন্য 43 বছর ছিল।

কিন্তু লিস্টে আছে সেগুলো দেখে চক্ষু চড়কগাছ।

ইচ্ছাকৃত ভুল কেন হয় বুঝে গেছেন আশা করি।

শুধু এটা নয় আরো এরকম অনেক issue আছে। বিরোধী রাজনৈতিক দল হিসাবে প্রতিবাদ হবে কিন্তু এটা আপনাদের অধিকার। আপনাদের কেও আন্দোলনে নামতে হবে।

New notification? 2016 Upper Primary পরীক্ষারই এখনো কিছু হলো না আর আপনারা নতুন বিজ্ঞপ্তির আশা করছেন।

https://www.facebook.com/388483981691850/posts/990958794777696/?sfnsn=mo

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.