চূড়ান্ত দুশ্চিন্তায় ছিল ভারতীয় শিবির। আশঙ্কা চেপে বসেছিল ভারতীয় সমর্থকদের মনেও। অবশেষে মিলল স্বস্তির খবর। বিশ্বকাপ শুরুর আগে স্মৃতি মন্ধনার চোট নিয়ে যে উত্কণ্ঠা দেখা দিয়েছিল মিতালি রাজদের মধ্যে, সেটা কেটে যায় শেষমেশ।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ ব্যাট করার সময় মাথায় চোট পেয়ে মাঠ ছেড়েছিলেন মন্ধনা। তবে তারকা ওপেনারের কনকাশনের কোনও লক্ষণ নেই। টিম ডাক্তারের পর্যবেক্ষণের পরে বাঁ-হাতি ব্যাটরকে ফিট ঘোষণা করা হয়। মেডিক্যাল টিমের তরফে মন্ধনাকে বিশ্বকাপের প্রস্তুতি চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। আইসিসির তরফে সোমবার বিজ্ঞপ্তি জারি করে ভারতীয় তারকার ফিট থাকার কথা জানানো হয়েছে।ট্রেন্ডিং স্টোরিজ
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অনুশীলন ম্যাচের শুরুতেই শাবনিম ইসমাইলের বাউন্সার মন্ধনার হেলমেটে আঘাত করে। তড়িঘড়ি মাঠ ছাড়েন ভারতীয় ওপেনার। তিনি ২৩ বলে ১২ রান করেন ম্যাচে। যদিও মন্ধনাকে ছাড়াই ভারত ম্যাচ জিতে যায়।
প্রথমে ব্যাট করে ভারতের মেয়েরা ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৪৪ রান তোলে। সেঞ্চুরি করেন হরমনপ্রীত কউর (১০৪)। হাফ-সেঞ্চুরি করেন যস্তিকা ভাটিয়া (৫৮)। জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৭ উইকেটে ২৪২ রানে আটকে যায়। লরা ৮৩ ও সুন লাস ৮৬ রান করেন। ৪টি উইকেট নেন রাজেশ্বরী গায়কোয়াড়।