তালিবানি শাসনে জারি হয়েছে নানা ফতেয়া। মেয়েদের হিজাব পরা থেকে তাঁদের পড়াশোনা, খেলাধুলো, সব ক্ষেত্রেই রয়েছে কড়া নির্দেশ। বুধবার আফগানিস্তানে মহিলাদের যেকোনও ধরনের খেলায় অংশগ্রহণে নিষেধাজ্ঞা জারি করল তালিবান।
তালিবানি যুক্তিতে, ক্রিকেট-সহ যেকোনও খেলার ক্ষেত্রেই মহিলাদের শরীর উন্মুক্ত হয়ে যায়। আর তাই কোনও খেলার সঙ্গেই আফগান মহিলাদের যুক্ত থাকার দরকার নেই। তালিবানের কালচারাল কমিশনের ডেপুটি হেড আহমাদুল্লাহ ওয়াসিক এই কথা স্পষ্ট জানিয়ে দিলেন।
এর আগে মহিলাদের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা নিয়েও নির্দেশ জারি করা হয়েছে। সেই স্কুলে কেবলমাত্র কেবলমাত্র মহিলা শিক্ষকরাই ছাত্রীদের পড়াতে পারবেন। সেটা কোনওভাবে সম্ভব না হলে বয়স্ক শিক্ষক, যার চরিত্রে কোনও দাগ নেই, তিনিই পড়াবেন।