১৫ অগস্ট, সামরিক বাহিনীতে মহিলাদের জন্য স্থায়ী কমিশন গঠন করার ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । সেই ঘোষণা বাস্তবায়িত করার পদক্ষেপ নিতে চলেছে প্রতিরক্ষামন্ত্রক ।
এখনও পর্যন্ত, ফাইটার পাইলট সহ বায়ুসেনার সমস্ত পদেই নিয়োগ করা হয় মহিলা প্রার্থীদের ।
নৌসেনায় মহিলাদের জন্য স্পেশালিস্ট ক্যাডার প্রযোজ্য ইতিমধ্যেই। স্বল্প দৈর্ঘ্যের পরিষেবা বা শর্ট সার্ভিস কমিশনের আওতায় কর্মরতা মহিলাদের অন্তর্ভুক্তির জন্য এই কমিশন চালু করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিরক্ষামন্ত্রক।
সিগনাল, ইঞ্জিনিয়র, সেনা, নৌসেনা, বায়ুসেনা, ইলেকট্রনিকস ও মেকানিক্যাল ইঞ্জিনিয়র, আর্মি সার্ভিস কর্পস, আর্মি অর্ডিন্যান্স কর্পস ও গোয়েন্দা বিভাগে কর্মরতা মহিলাদের জন্য স্থায়ী কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চার বছরের কাজের মেয়াদ শেষ হওয়ার আগেই এই কমিশনে আবেদন করতে পারবেন মহিলা কর্মীরা। এই সিদ্ধান্তের ফলে আরও বেশি সময় ধরে কাজ করতে পারবেন তাঁরা ।