মালেসিয়াতে ধৃত নূর আলম আজ বাড়ি ফিরতে চলেছে। মঙ্গলবার রাতে মালেসিয়ার কোয়ালালামপুর এয়ারপোর্ট থেকে রাত ১২:৩৫ মিনিটে দমদম এয়ারপোর্টে এসে পৌছায় সে। বুধবার তেভাগা এক্সপ্রেসে রাত সাড়ে নয়াটা নাগাদ বুনিয়াপুর স্টেশনে নামবে নূর আলম। মালেসিয়ায় পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সেখানকার সরকার তাকে গ্রেফতার করেছিল।
কিছুদিন আগে বালুরঘাট লোকসভার সাংসদের কাছে সাহায্য চান নূর আলমের মা। তারপরই সাংসদ বিদেশ দফতরের মাধ্যমে তাকে দেশে ফেরাতে উদ্যোগী হন।
এক মাসের প্রচেষ্টায় নূর আমলকে দেশে ফেরানো সম্ভব হল।
নূর আলমের বাড়ি কুসমুন্ডির মালিগাও গ্রাম পঞ্চায়েতের দূর্গাপুর এলাকায়। বিগত তিন বছর ধরে সে মালেসিয়ায় কাজ করত।
আড়াই মাস আগে তার পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় সেখানকার পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর গত আগষ্ট মাসের শেষের দিকে নূর আলমের মা সাংসদ ডঃ সুকান্ত মজুমদারের সংগে যোগাযোগ করে।