যোগী আদিত্যনাথ গতকাল সোমবার, লখনউতে বৈঠক করেন উত্তরপ্রদেশের করোনা পরিস্থিতি নিয়ে।
তিনি জানান, রাজ্যবাসী ভ্যাকসিন দেওয়ার জন্য এক কোটি ভ্যাকসিন মজুত আছে। এর মধ্যে থেকে সরকার বিশেষ উদ্যোগ নিয়ে রিক্সাচালক থেকে শুরু করে দোকানদার ও অন্যান্য যানবাহন চালকদের ভ্যাকসিন দেবে ১৫ জুন থেকে। টিকাকরণ এর লক্ষ্য মাত্রা পূরণের জন্য সরকার ইতিমধ্যেই ছয় হাজার টিকাকেন্দ্র খুলেছে। পাশাপাশি, স্বাস্থ্য দফতরের অফিসারদের নির্দেশ দিয়েছেন, ভ্যাকসিন নির্মাতা ও কেন্দ্রের সঙ্গে যেন যোগাযোগ রেখে চলে তারা।
যোগী সরকার ইতিমধ্যেই টিকাকরণ কেন্দ্র খুলেছে প্রতিটি জেলার সরকারি কর্মচারী, সাংবাদিক ও অন্যান্য কর্মীদের জন্য। সমীক্ষায় জানা গেছে, মঙ্গলবার পর্যন্ত উত্তরপ্রদেশে একটি করে ডোজ পেয়েছেন এক কোটি ৮৩ লক্ষ ৩২ হাজার ১০৪ জন। এর মধ্যে ৩৪ লক্ষ ৮০ হাজার ১৮১ জন মানুষ দুটি করে ডোজ পেয়েছেন।
এখনও পর্যন্ত লখনউতে ভ্যাকসিন গ্রহন করেছেন নয় লক্ষ ১৬ হাজার মানুষ। কানপুরে ভ্যাকসিন নিয়েছেন পাঁচ লক্ষ ৮৮ হাজার মানুষ। বারাণসীতে পাঁচ লক্ষ ১৮ হাজার। মিরাটে পাঁচ লক্ষ ৭৭ হাজার।