এম কে স্টালিন, ডিএমকের বর্তমান চিফ আবার প্রমাণ করলেন কম্যুনিস্টরা ভারতকে টুকরো টুকরো করতে চায়। পিসি যোশী থেকে শুরু করে স্টালিনের বক্তব্য এই পরম্পরা নিশ্চিত করে বামপন্থীদের নেতৃত্ব মানেই ভারতিবিরোধী। টুকরে গ্যাং এর সদস্যরা যেমন আওয়াজ তোলে ‘ভারত তেরে টুকরে হোঙ্গে! ইনশাল্লাহ! ইনশাল্লাহ!, তেমন বড় নেতারা রাজ্য স্বশাসনের নামে, ভারত থেকে বিচ্ছিন্ন হতে ‘দ্রাভিড়নাড়ু’ নামে।
ট্যাক্স কালেকশন দক্ষিণের রাজ্যগুলি থেকে বেশি করে কেন্দ্রীয় সরকার, আর তার বদলে রাজ্যগুলোর মনোমত অর্থরাশি না পাওয়ার অজুহাতে ভারত থেকে বিচ্ছিন্ন হওয়ার ইঙ্গিত দিল, এ যে আর এক পাকিস্তান সৃষ্টির ঘোষণা।ডিএমকের স্টালিন কম্যুনিস্টদের দ্বারা পূজিত রাশিয়ার স্বৈরাচারী স্টালিনের হয়ে উঠতে চাইছেন, কারণ একমাত্র তা হলেই আন্তর্জাতিকতাবাদী কম্যুনিস্টরা জন্নতপ্রাপ্ত হবে। আসলে শুরু হবে অত্যাচার, ওপরের কিছু মানুষের অঙ্গুলিহেলনে ব্যাক্তিজীবন থেকে স্বাধীনতা কেড়ে নেওয়া হবে।
স্বল্পসংখ্যকদের হত্যা ও বিতাড়ন শুরু হবে। ক্ষতিগ্রস্ত হবে সংখ্যাগুরু সম্প্রদায়ও, তাদের যন্ত্র হিসেবে ব্যবহার করবার চেষ্টা করবে যতদিন তা মানুষ ছুঁড়ে ফেলে দেয় কম্যুনিস্ট সরকারকে।
তাই, স্টালিনের এই দেশবিরোধী মন্তব্যের যথাযথ ব্যবস্থা নেওয়াটাই সমীচিন এনে দেশের অখন্ডতা ও সার্বভৌমত্বের জন্যে।
বন্দেমাতরম!!