আখরি রাস্তা দেখেছিলাম তিন দশক আগে l অমিতাভ বচ্চনের অন্যতম সেরা ছবি যা অমিতজির ক্যারিয়ারের প্রথম পর্ব প্রায় শেষ করে দেয় l কারণ এই ছবির পর অমিতজির কাছে দর্শকদের প্রত্যাশা অনেক বেড়ে যায় l একজন মহিলাকে ধর্ষণ করার পর সেই কেস একজন ডাক্তার, পুলিশ এবং রাজনীতিবিদরা চেপে দেন এবং তাঁর স্বামীকে দোষী প্রমাণিত করে ২৪ বছর জেল খাটান, সেই ঘটনা দেখে দেশ হতবাক হয়ে যায় l মানুষ ভাবতে পারেনি যে রাজনীতিবিদ, পুলিশ, ডাক্তার এত নিচে নামতে পারে l
২০২৩ এর পশ্চিমবঙ্গ l
কোন কিছু দেখেই হতবাক হয় না l এখানে শিকারি এবং শিকারের মধ্যে কার ভোটব্যাংক আছে সেটাই বিচার্য l কে সেক্যুলার আর কে না সেটাই বিচার্য l কামদুনির মেয়েটির ভোটব্যাংক নেই l বুদ্ধিজীবিরা তাঁদের সমর্থনে দাঁড়ালে তাঁদের সেক্যুলার পরিচয় ধাক্কা খাবে এবং কেউ তাঁদের ঢাকায় ডাকবে না বক্তৃতা দেবার জন্য l সংবাদমাধ্যম এই মেয়েটির পক্ষে দাঁড়ালে সরকারি অফিসে তাদের সংবাদপত্র নেয়া বন্ধ হবে l বিজ্ঞাপন বন্ধ হবে l অভিষেক মনু সংভী এই মেয়েটির হয়ে সুপ্রিম কোর্টে যাবে না l কলকাতা/যাদবপুরের ভোটারদের কাছে এই ঘটনা তুচ্ছ l তারা আগে সেক্যুলার l কোন চন্দ্রবোড়া এই মেয়েটির জন্য স্প্যানিশ ইংরেজীতে বক্তৃতা দেবেনা l
আর শিবপ্রসাদ মুখার্জী, কৌশিক গাঙ্গুলী, অঞ্জন দত্ত, গৌতম ঘোষরা কি আখরিরাস্তার মত আরেকটা ছবি বানাবে মানুষকে সেচেতন করতে?
করবে l
কিন্তু ভিলেনের নাম পাল্টে যাবে l X মুখার্জী, Y দাশগুপ্ত কিংবা Z বাসু l অপর্ণা সেন হলে কৃষ্ণমূর্তি বা শ্রীধর বা আয়ার l
সিপিএম ভাইদের জন্য খুব দুঃখ হচ্ছে l এত মুসলিম তোষন করলেন l এক রায়ে সব শুন্য হয়ে গেল l
সুদীপ্ত গুহ
(ছবিতে অমিতাভ বচ্চন, সেই ডাক্তার এবং পুলিশ )