ভারাতবর্ষ এমন একটি দেশ যা বার বার বিদেশী শক্তি দ্বারা আক্রান্ত হয়েছে।—- স্কুল কলেজ এর ইতিহাস বইয়ের পাতা শুধু এটা দিয়ে ভর্তি রলেই হবে না।
বলতে হবে ভারতমাতার গর্ভ থেকে আসা সেই সব বীর যোদ্ধাদের গল্প যারা, নিজের রক্ত দিয়ে রক্ষা করে এসেছে এই দেশের মাটি।
কলকাতায় ইতিহাস সংকলন সমিতির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে, শ্রীমতী মানসী শিনহা রাওয়াল তাঁর লিখিত ঐতিহাসিক পুস্তক ‘স্যাফ্রন সোর্ড’ এবং অনুরূপ বিষয়ে গুরুত্বপূর্ণ কিছু তথ্য সামনে আনলেন।
নীচের ভিডিওতে দেখুন তারই এক ঝলক