কর্ণ এবং একলব্যকে কেন দ্রোনাচার্য সুযোগ দেয় নি? কত কবিতা, কত নাটক, কত সিনেমা, কত গল্প l বিভিন্ন সাহিত্যে কয়েক লক্ষ বার উপমা হিসেবে উঠে এসেছে এটা প্রমান করতে যে সনাতনী সংস্কৃতিতে গুরু শিক্ষার্থী বাছাই করতেন জাত পাত দেখে l কিন্তু কেউ প্রশ্ন করেনি, সঞ্জয়ও সুতপুত্র হাওয়া সত্ত্বেও কেন ব্যাসদেব তাকে শিক্ষা দিলেন? শুক্রচার্য দেবসন্তানদের শিক্ষা দিতেন না l শুধু অসুরদের দিতে l কচ দেবযানীর গল্প আশাকরি সবার মনে আছে l কিন্তু কেন শুক্রচার্যকে কেউ প্রশ্ন করেন নি?
২০০৯ l ডঃ মনমোহন সিং পাশ করলেন Right to Education l বেসরকারি স্কুলে ২৫% গরিবের সন্তানদের বিনা পয়সায় পড়াতে হবে l ৩২ বছর বাম রাজত্বে থাকা পশ্চিমবঙ্গের একটা বেসরকারি স্কুলে কেউ সুযোগ পেয়েছে? সেন্ট X, সেন্ট y থেকে A, G, H….বিড়লা? দমদমের সাংসদ অমিতাভ নন্দীর ভাগ্নের adamas? ২০২৩ l আবার পশ্চিমবঙ্গ l বাংলা মাধ্যমের ছাত্রদের নিতে অস্বীকার l কেউ একবারও শ্রেণীবৈষম্য নিয়ে প্রশ্ন তুলেছেন ২০০৯ তে? তাহলে হটাৎ লরেটোকে কেন?
কে ঠিক কে ভুল সেটা কিন্তু বিচার এত সহজ নয় l প্রত্যেক শিক্ষকের ছাত্রছাত্রী বেছে নেবার অধিকার আছে এবং ছাত্রছাত্রীরও শিক্ষক l আমেরিকার বিসনেস স্কুলে জায়গা পেতে শুধু GMAT স্কোর থাকলে হয় না l আরও অনেক অদ্ভুত মানদণ্ড থাকে l কেউ প্রশ্ন করেনি l গান বাধে নি l ILTS পরীক্ষা কেন নেয়া হয় সেই জন্য কাউকে জবাব দিতে হয়? সেটাও তো ইংরেজী ভাষার জ্ঞানের পরীক্ষাই? বায়োটেক বা এরোস্পেস নিয়ে পড়তে গেলে কেন ইংরেজী পরীক্ষা দিতে হয় কেউ প্রশ্ন করি?
তাহলে সব বেটাকে ছেড়ে বেড়ে বেটা দ্রোনাচার্য বা পরশুরামকে নিয়ে কেন এত প্রচার? ব্যাস, বশিষ্ঠর পাঠশালা আর দ্রোনাচার্য/পরশুরামের পাঠশালায় ভর্তির মানদণ্ড আলাদা তো হতেই পারে? এখানে গনতন্ত্র থাকার কোন প্রশ্ন থাকতেই পারে না l অধিকার ডন বস্কো স্কুলের থাকলে, কেন লরেটোর থাকবে না?
শেষে সকল সেক্যুলার, খাঁটি বাঙালী বন্ধু এবং বান্ধবীগনের জন্য আল-আমিন মিশনের প্রবেশিকার নির্দেশিকা জুড়ে দিলাম নিচে l আমি বিশ্বাস করি তাঁদেরও ছাত্রছাত্রী বেছে নেবার স্বাধীনতা আছে নিজেদের মত করে এবং তাই প্রতিবাদ করছি না l কিন্তু করো ক্ষমতা আছে প্রশ্ন তোলে? পারবেন লরেটোর মত তাঁদেরও ক্ষমা চাওয়াতে?
সুদীপ্ত গুহ
(পুনশ্চ : আমি বাংলা মিডিয়াম l )