মহামান্য কলকাতা হাইকোর্টের special Bench জাতীয় মানবাধিকার কমিশনকে আদেশ দিয়েছিল পশ্চিমবঙ্গে এসে বিভিন্ন জায়গাতে ঘুরে ভোট পরবর্তী হিংসা নিয়ে রিপোর্ট দেওয়ার জন্য।
এতে আপত্তি আছে রাজ্য সরকারের। মহামান্য কলকাতা হাইকোর্টের আদেশ recall করানোর জন্য আবেদন করল রাজ্য।
ভোট-পরবর্তী হিংসার ঘটনাগুলো রাজ্য লুকাতে চাইছে কেন?
মাননীয়া মুখ্যমন্ত্রী বারবার বলে আসছেন যে পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা হচ্ছে না। কিন্তু বিভিন্ন ক্ষেত্রে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট এর আদেশ , NCW, SC/ST কমিশনের রিপোর্ট ইত্যাদি ইত্যাদি কিন্তু আসল সত্যিটা বলে দিচ্ছে।
NHRC র উচিৎ পশ্চিমবঙ্গে যত তাড়াতাড়ি সম্ভব এসে পশ্চিমবঙ্গের অবস্থা দেখা এবং রিপোর্ট ফাইল করা।
তরুণ জ্যোতি তিওয়ারি