‘জওহরলালের বংশধররা নেহরু পদবি ব্যবহার করেন না কেন’? হাটে হাঁড়ি ভাঙলেন মোদী

ইন্দিরা, রাজীব, রাহুলরা গান্ধী নাকি নেহরু? নাকি তাদের পদবি অন্যকিছু। এই নিয়ে বিতর্ক থাকতে পারে। কিন্তু তাঁরা যে নেহরুর বংশধর সেই নিয়ে সন্দেহ নেই। কিন্তু তাঁরা গান্ধী কী করে হলেন? তাঁরা নেহরু পদবি ব্যবহার করেন না কেন? বৃহস্পতিবার সংসদে এই প্রশ্নই তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

মোদী বলেন, ‘কোনও এক রিপোর্টে পড়েছিলাম… আমি যাচাই করিনি, তবে তাতে বলা হয়েছিল যে সরকারের প্রায় ৬০০টি প্রকল্পের নাম গান্ধী পরিবারের সদস্যদের নামে। আমি এটা বুঝতে পারি না যে তাঁর পরবর্তী প্রজন্মের কেউ নেহরু পদবি কেন ব্যবহার করেন না। এত কিসের লজ্জা?

এদিন জরুরি অবস্থা নিয়ে কংগ্রেসকে আক্রমণ শানান নরেন্দ্র মোদী। তিনি বলেন, ‘কংগ্রেস সংবিধানের ৩৫৬ ধারার সবথেকে বেশিবার অপব্যবহার করেছে। ৯০ বার নির্বাচিত সরকার ফেলে দেওয়া হয়েছিল। কেরলে বামপন্থী সরকার ফেলে দেওয়া হয়। আজ তারাই বিরোধীদের সঙ্গে দাঁড়িয়ে। করুণানিধির নেতৃত্বাধীন ডিএমকের সরকারকে ফেলে দেওয়া হয়েছিল। এনটিআর চিকিৎসার জন্য বিদেশে গিয়েছিলেন। তখন, তাঁর সরকার ফেলার চেষ্টা হয়েছিল। ৩৫ বছর বয়সি যুব মুখ্যমন্ত্রী শরদ পাওয়ারের সরকার ফেলার চেষ্টা করা হয়েছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.