দেশের সামরিক শক্তির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ হল ভারতীয় নৌসেনা। ভারতের আন্তর্জাতিক সম্পর্ককের ক্ষেত্রে বিভিন্ন সময়ে অনেক বড় ভূমিকা রেখেছে ভারতীয় নৌসেনা। ভারতীয় নৌসেনার সাহসী সৈন্যরা ১৯৭১ সালের ৪ ডিসেম্বর, বেশ কিছু বড় যুদ্ধ জাহাজ জমা করে পাকিস্তানের পিএনএস খাইবার সমুদ্রে। যার ফলে পরবর্তীকালে ১৯৭১ সালে পাকিস্তানের পরাজয়ের রাস্তা ঠিক করে দেয়।
বিশেষ এই দিনটিকে অমর করে রাখার জন্য ৪ ডিসেম্বর পালন করা হয়ে থাকে ভারতীয় নৌসেনা দিবস। বর্তমানে ভারতীয় নৌসেনার শক্তি বিশ্বের মধ্যে চতুর্থ স্থান অধিকার করেছে। ক্রমশ সেই শক্তি বৃদ্ধিও পাচ্ছে। এই মুহূর্তে নৌসেনার বহরে মোট জাহাজের সংখ্যা ২৮০ টিরও বেশি। ১৬১২ সালে প্রতিষ্ঠিত হয় ভারতীয় নৌসেনা। এরপর ভারত স্বাধীন হবার পরে ১৯৫০ সালে ভারতীয় নৌসেনা পুনর্গঠিত হয়। তখন নাম পরিবর্তন করে রাখা হয় ইন্ডিয়ান নেভি বা ভারতীয় নৌসেনা।
তবে আপনি কি জানেন, ভারতীয় নৌসেনার জনক হিসেবে ধরা হয় মারাঠা সম্রাট ছত্রপতি শিবাজী ভোঁসলেকে। কারণ জানেন? কারণ হল, শিবাজী প্রথম নৌসেনাকে তৈরি করেছিলেন, মুঘলদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। সেইকারণে, ভারতীয় নৌসেনার জনক বলা হয় মারাঠা সম্রাট ছত্রপতি শিবাজী ভোঁসলেকে।